Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

জাতীয় মৎস্য দিবস উদযাপন

জাতীয় মৎস্য দিবস উদযাপন 

নিজস্ব প্রতিনিধি | দক্ষিণ ২৪ পরগণা - শুক্রবার শস্য-শ্যামলা কৃষি বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে   ভার্চুয়াল মোডের মাধ্যমে ২০ তম জাতীয় মৎস্য দিবস পালন করেন। বিজ্ঞানী ডঃ কে এইচ আলীকুনি এবং ডাঃ এইচ এল চৌধুরীর স্মরণে দিনটি উদযাপিত হয়। ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন স্বামী শিবপূর্ণানন্দ, আই আর ডি এম এফ, সি এবং ভাইস চেয়ারম্যান, শস্য-শ্যামলা কৃষি ভিজ্ঞান কেন্দ্র , বিজ্ঞানী বিজয় কালি মহাপাত্র ,  ডঃ নারায়ণ চন্দ্র সাহু। ভার্চুয়াল সভাটি পরিচালনা করেন মৎস্য বিশেষজ্ঞ ডঃ স্বাগত ঘোষ। 

এদিনের ভার্চুয়াল আলোচনা সভায় সুন্দরবনের আমফান ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের  সহায়তা এবং মাছ চাষের আধুনিক পদ্ধতি সম্বন্ধে আলোচনা করেন বিশিষ্ট  বিজ্ঞানীরা। এছাড়া পিছিয়ে পড়া মৎস্যচাষিরা কিভাবে  সরকারি সুযোগ-সুবিধা পেতে পারেন সেই বিষয়ে ও আলোচনা করেন। গ্রামীণ চাষীদের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বল্প খরচে বেশী আয়ের পরামর্শ দেন। আগামী দিনে মাছ চাষের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন সরকারের বিভিন্ন দপ্তর। 


এদিনের ভার্চুয়াল মোডের আলোচনায় রাজ্যের  বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক  মৎস চাষিরা অংশ গ্রহণ করেন। এর ফলে মৎস্য চাষীরা সরাসরি এই আলোচনায় মতামত প্রকাশ করার সুযোগ পেয়েছেন। ভার্চুয়াল মুডে জাতীয় মৎস্য দিবস উদযাপনের দৃষ্টান্ত নজির গড়েছেন প্রত্যন্ত গ্রামে প্রায় শতাধিক মৎস্য চাষীরা।  ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে দিনটি উদযাপন করেন একদিকে মাছ চাষ অন্যদিকে আধুনিক প্রযুক্তির ব্যবহার সমন্বয় ঘটিয়ে মৎস্য চাষীরা এগিয়ে চলেছেন নতুন দিশার সন্ধানে। মৎস্য বিশেষজ্ঞ ডঃ স্বাগত ঘোষ জানান  সব-সময় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন মৎস্য চাষীদের জন্য।  

Post a Comment

0 Comments