Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবন টিভির খবরের জের, তড়িঘড়ি রাস্তা মেরামতির উদ্যোগ P.W.D-র

সুন্দরবন টিভির খবরের জের, তড়িঘড়ি রাস্তা মেরামতির উদ্যোগ  P.W.D-র



নুরসেলিম লস্কর, বাসন্তী

সুন্দরবনের সাথে কলকাতার সংযোগকারী একমাত্র রাস্তা কলকাতা বাসন্তী হাইওয়ে। সুন্দরবনের বাসন্তী ব্লকের শিমুলতলা হাসপাতাল মোড় থেকে মাদার  টেরিজা মোড় পর্যন্ত দীর্ঘ রাস্তার বেহালদশার ছবি, ভিডিও সহ সেই চিত্র তুলে ধরে সুন্দরবন টিভি। এই রাস্তায় রোজ বাস, অতো, ম্যাজিক, সহ হাজার হাজার ভারী মাল বোঝায় ট্রাক রোজ যাতায়াত করে। এই রাস্তার উপর নির্ভর শিমুলতলা প্রাথমিক স্বাস্থ কেন্দ্র, বাসন্তী গ্রামীণ হাসপাতাল সহ বহু স্কুল, কলেজ ও বাজারহাট। প্রতিদিন এই রাস্তার মরণ ফাঁদের উপর দিয়ে গোসাবা, ঝড়খালি, পানিখালী, চুনাখালির কয়েকলক্ষ মানুষ জীবন বাজি রেখে যাতায়াত করছে। সুন্দরবন টিভির কয়েক লক্ষ পাঠকের মতো সেই খবর দেখেন সুন্দরবনের কবি তথা বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমেদ সরদার। কিন্তূ সবার মতো তিনি সুন্দরবন টিভির রিপোর্ট দেখে থেমে থাকেননি, তিনি সঙ্গে সঙ্গে সুন্দরবন টিভির প্রতিবেদনটি P. W. D কে হোয়াটস্যাপ করেন এবং বাসন্তী হাইওয়ে মেরামতির আবেদন জানান।

ফারুক বাবুর সেই আবেদনে সাড়া দিয়ে সোমবার সকালে P.W.D র পক্ষ থেকে একটি ম্যাসেজ আসে সেখানে P.W.D জানায় কলকাতা বাসন্তী হাইওয়ের 68.0kmp থেকে 86.79kmp এবং হেড়োভাঙা বাজার ও গোলাবাড়ির 0.00kmp থেকে 6.10kmp রাস্তা যত দ্রুত সম্ভব তারা মেরামতি করবেন। এই ম্যাসেজ পাওয়ার পর ফারুক বাবু সুন্দরবন টিভি কে ধন্যবাদ জানাই এবং তিনি বলেন " রাজ্য সরকারের উচিৎ তাদের প্ৰত্যেকটি দপ্তরের হোয়াটস্যাপ নম্বর চালু করা তাহলে সাধারণ মানুষ তাদের নিজেদের সমস্যার কথা তারা নিজেরাই তুলে ধরতে পারবে। কাউকে কাটমানি দিতে হবে না সাধারণ মানুষদের। তিনি বলেন বছর দুই আগে P.W.D একটা হোয়াটস্যাপ নম্বর চালু করে সেই নম্বর টা ছিল আমার কাছে সেই মতো আমি সুন্দরবন টিভির মাধ্যমে বাসন্তী হাইওয়ের বেহাল দশার কথা জানার পর সেই প্রতিবেদন টি হোয়াটস্যাপ করি pwd কে। সেই হোয়াটস্যাপ এর উত্তর আজ পেলাম। " PWD এর এই ম্যাসেজ আসার পর স্বাভাবিক ভাবে খুশি ফারুক বাবু থেকে সুন্দরবনের অগুনিত পথচলতি মানুষ। তারা ফারুক বাবুর পাশাপাশি ধন্যবাদ জানাই ' সুন্দরবন টিভি ' কেও।

Post a Comment

0 Comments