Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

গোসাবায় ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যে বিতরণ করা হল মাস্ক

গোসাবায় ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যে বিতরণ করা হল মাস্ক

কাকলি পাল | গোসাবা|দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের বিভিন্ন অঞ্চলে গোসাবা বিডিও সৌরভ মিত্র এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অচিন পাইক,জেলা পরিষদের সদস্য অনিমেষ মন্ডলের উদ্যোগে ধামসা মাদলের আদিবাসী নৃত্যের তালে ছন্দে সাধারণ মানুষজনকে করোনা ভাইরাস বিষয়ে সচেতন করে তুললেন এবং বিতরণ করা হল কয়েকশো মাস্ক,স্যানিটাইজার।ক্যানিং মহকুমা দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।

ফলে সাধারণ মানুষজন যাতে আতঙ্কগ্রস্ত না হয়ে পড়ে তার জন্য এই অভিনব উদ্যোগ।গোসাবা বিডিও সৌরভ মিত্র বলেন সাঁওতালি নাচ-গানের মধ্য দিয়ে করোনা ভাইরাস বিষয়ে সাধারণ মানুষজনকে সচেতন করা হচ্ছে।পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।স্বাস্থ্য বিধির নিয়ম কানুনও তুলে ধরা হচ্ছে।প্রতিদিন স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনেই বিভিন্ন ভাবে এই মহামারী বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে এলাকার মানুষজনকে।

Post a Comment

0 Comments