লকডাউনে সুন্দরবনে বাড়ছে বাঘের আক্রমণের সংখ্যা
নিজস্ব প্রতিনিধি |গোসাবা | করোনা ও লকডাউনের জেরে ইতিমধ্যে কাজ হারিয়েছেন সুন্দরবনের বহু মানুষ। বেশী সমস্যার মধ্যে পরেছেন পরিযায়ী শ্রমিকরা।যার ফলে পরিযায়ী শ্রমিকরা বিকল্প কাজের সন্ধানে বেরিয়ে পড়ছে সুন্দরবনের গভীর জঙ্গলে। সুন্দরবনের বিভিন্ন খাড়িতে মাছ কাঁকড়া ধরার জন্য। আরে তাতেই ঘটছে বিপদ। বুধবার সকালে গোসাবা ব্লকের বালি 2 নম্বর অঞ্চলের বাসিন্দা হরিপদো মন্ডল তার সঙ্গীদের সাথে নিয়ে জঙ্গলে মাছ ধরতে যান। মাছ ধরার সময় খাড়ির মধ্যে হঠাৎই বাঘে আক্রমণ করেন হরিপদ মন্ডলকে (৪২)।
তৎক্ষনাৎ সঙ্গীরা তাকে বাঁচানোর জন্য বাঘের সাথে প্রাণ প্রনে যুদ্ধ করেন। অবশেষে বাঘ হার মানেন। কিন্তু তাতে কোনো লাভ হলোনা। বাঘের থেকে দেহ ছিনিয়ে নিলেও দেহের প্রাণ ফিরিয়ে নিতে পারেনি। সঙ্গী হারানোর বেদনা বুকে চেপে রেখে নিথর শরীরটা ফিরিয়ে আনলেন গ্রামে। তার স্ত্রী রীতা মণ্ডল স্বামী এই খবর শুনে কান্নায় বেহুশ হয়ে পরেন। সাথে পরিবারের অন্য সদস্যরা ও গ্রাম প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।গোসাবা থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন ও বিষয়টি ক্ষতিয়ে দেখছেন।
0 Comments
Welcome