Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

গোসাবা পাঠানখালিতে আমফানের ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

গোসাবা পাঠানখালিতে আমফানের ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিনিধি |  গোসাবা|বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকের পাঠানখালি বাজারে অক্সফম ইন্ডিয়া ও অগ্রদূত বঙ্গ সমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কয়েকশো আমফানের ক্ষতিগ্রস্তদের পরিবাররের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠানখালি পঞ্চায়েতের প্রধান সুচিত্রা ভুঁইয়া,পঞ্চায়েত সদস্য বিনয় মন্ডল,বিশিষ্ট সমাজসেবক কমলেশ মন্ডল অক্সফম ইন্ডিয়া ও অগ্রদূত বঙ্গ সমাজ  স্বেচ্ছাসেবী সংগঠন সদস্য মুরশিদ আলম,শতাদ্দারু দত্ত,অভীক পান্ডা,অনির্বাণ সেন, গৌরব মিত্র,প্রেমাংশু ভৌমিক, শ্রেষ্ঠ দাস,অরিন দুবে,প্রনব বৈরাগী,অভিজিৎ পোদ্দার প্রমূখ।গত ২০  মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ধ্বংস স্তূপে পরিণত হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে সুন্দরবন।পাশাপাশি থাবা বসিয়েছে করোনা ভাইরাস।দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।


তারই মধ্যে স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনেই অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সমাজসেবক, বিশিষ্টজন,জন প্রতিনিধি প্রমুখ বিশিষ্টবর্গ।ঠিক তেমনি ঘূর্ণিঝড়  আমফানের ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ালেন অক্সফম ইন্ডিয়া ও অগ্রদূত বঙ্গ সমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন ত্রিপল,গ্রাউন্ড সিট।অক্সফম ইন্ডিয়া স্বেচ্ছাসেবী সংগঠন সদস্য মুরশিদ আলম বলেন আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেওয়া হল সম্পূর্ণ স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনে।আগামী দিনে যাতে আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা যায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments