Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ঝড়খালীতে পালিত হল আন্তর্জাতিক আদিবাসী দিবস

ঝড়খালীতে  পালিত হল আন্তর্জাতিক আদিবাসী দিবস

প্রশান্ত সরকার | ঝড়খালী | প্রতি বছর ৯ আগস্ট পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা প্রদানের স্বার্থে দিবসটি পালন করার সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। ৯৯৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করে আসছে বিশ্বের প্রায় ৩০ কোটি আদিবাসী। ১৯৯২ সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনের উন্নয়ন ও সংরক্ষণ উপকমিশনের কর্মকর্তারা তাদের প্রথম সভায় আদিবাসী দিবস পালনের জন্য ৯ আগস্ট দিনটিকে বেছে নেয়। আদিবাসী জনগণের মানবাধিকার, পরিবেশ উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করতে ও গণসচেতনতা সৃষ্টি করতেই পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। জাতিসংঘের তথ্যমতে, বিশ্বের ৭০টি দেশে ৩০ কোটি আদিবাসী বাস করে, যাদের অধিকাংশই তাঁদের অধিকার থেকে বঞ্চিত। অনেকদেশে আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে অভিহিত করা হয়। ১৯৯৩ সালকে জাতিসংঘ প্রথমবার `আদিবাসী বর্ষ` ঘোষণা করে। পরের বছর ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিবছর ৯ আগস্টকে `বিশ্ব আদিবাসী দিবস` হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া জাতিসংঘ ১৯৯৫-২০০৪ এবং ২০০৫-২০১৪ সালকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় আদিবাসী দশক ঘোষণা করে।


রবিবার ঝড়খালীর হেড়োভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যামন্দির প্রাঙ্গণে বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। এদিন ঝড়খালী কোস্টাল থানার অন্তর্গত আদিবাসীদের নিয়ে পালিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। আদিবাসীরা তাদের নিজেদের ঐতিহ্যবাহী আদিবাসী নাচ ও গানের মাধ্যমে খুব আনন্দে  এই দিনটিকে উদযাপন করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝড়খালি কোস্টাল থানার ওসি প্রশান্ত দাস, ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ মন্ডল,নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের  উপপ্রধান ঝর্ণা সিং, ঝড়খালি কোস্টাল থানার সমস্ত পুলিশ আধিকারিকরা এছাড়া এলাকার বিশিষ্ট ব্যাক্তি ও সমাজ কর্মীরা। এই অনুষ্ঠান থেকে এলাকার ২০০ আদিবাসী পরিবারের হাতে নতুন বস্ত্র, শুকনো খাদ্য সামগ্রী,  মাস্ক, নারিকেল চারা তুলে দেওয়া হয় বারাইপুর পুলিশ জেলার পক্ষ থেকে। যা পেয়ে খুব খুশি হয়েছেন এলাকার আদিবাসী পরিবারেরা। আগামী দিনে এই পরিবারগুলি যাতে সরকারি সমস্ত সুযোগ-সুবিধা এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী হতে পারেন সে বিষয়েও গুরুত্ব দিচ্ছেন উপস্থিত  আধিকারিকরা এমনটাই জানিয়েছেন। 

Post a Comment

0 Comments