Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ট্রলার ডুবি নিখোঁজ ৩ জন মৎস্যজীবী

ট্রলার ডুবি নিখোঁজ ৩ জন মৎস্যজীবী

কাকলি পাল | কাকদ্বীপ|শনিবার রাতে নিম্নচাপের কারণে খারাপ আবহাওয়ায় বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে মোহনায় ঢোকার মুখে ঢেউয়ের তোড়ে এফবি প্রসেনজিৎ নামে একটি ট্রলার উল্টে গিয়ে ডুবে গেলে নিখোঁজ হয় ৩ জন মৎস্যজীবী এবং উদ্ধার হয় ১২ জন মৎস্যজীবী।নিখোঁজ মৎস্যজীবীদের নাম কাকদ্বীপ কালীনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ দাস,পশ্চিম গঙ্গাধরপুর গ্রামের প্রদীপ বিশ্বাস এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা শিবু বিশ্বাস।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ থানার জম্বুদ্বীপ এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এফবি প্রসেনজিৎ ট্রলারটি ১৫ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয় গত ৯ আগস্ট।বেশ কয়েক দিন ধরে ট্রলারের মৎস্যজীবীরা সমুদ্রে ইলিশ ধরছিল।হঠাৎই নিম্নচাপ হওয়ায় সরকার থেকে ঘোষণা করা হয় ১৪ আগস্টের মধ্যেই সমস্ত ট্রলারকে ঘাটে ভেড়ার জন্য।সেই মতো এফবি প্রসেনজিৎ ট্রলারটি ফিরে আসছিল।আসার সময় সমুদ্রের উত্তাল পাতাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়।আশপাশে থাকা এফবি মহাভারত ট্রলারটি দেখতে পেয়ে ডুবে যাওয়া ট্রলারের ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করে তাদের ট্রলারে তুলে নেয়।ডুবে যাওয়া ট্রলারের বাকী ৩ জন মৎস্যজীবী সমুদ্রের জলের তোড়ে তলিয়ে যায়।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোষ্টাল পুলিশ।নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে জলপথে চিরুনি তল্লাশি শুরু করেছে কোষ্টাল পুলিশ।তবে এখনও পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর কোন খোঁজ পাওয়া যায়নি।কাকদ্বীপ ফিসার ম্যান ওয়েল ফেয়ার অ্যাসোসিয়ানের সম্পাদক বিজন মাইতি বলেন খারাপ আবহাওয়ার কারণে সরকারি নির্দেশে এফবি প্রসেনজিৎ ট্রলারটি ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে ফিরে আসছিল।কিন্তু সমুদ্রের ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে গেলে ট্রলারের ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করে আশপাশের ট্রলারের মৎস্যজীবীরা।বাকী ৩ জন মৎস্যজীবী নিখোঁজ হয়ে যায় ঢেউয়ের তোড়ে।নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে।এদিকে সাড়ে ৫ হাজার ট্রলার সমুদ্র থেকে ফিরে চলে এসেছে ঘাটে।

Post a Comment

0 Comments