Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

মাতলায় ভুটভুটি ডুবে মৃত ১ নিখোঁজ ১

মাতলায় ভুটভুটি ডুবে মৃত ১ নিখোঁজ ১

নিজস্ব প্রতিনিধি |  ক্যানিং|বৃহস্পতিবার দুপুর আড়াই টায় নদীর ঢেউয়ের তোড়ে ভুটভুটি ডুবে গেলে মৃত্যু হয় তিন বছরের শিশু কন্যা রেশমা মীর এবং নিখোঁজ হয় আনজেদ জমাদার নামে এক ব্যক্তি।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার মাতলা নদীর পুরন্দর সংলগ্ন মগখালি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং থানার ইটখোলা অঞ্চলের দুই নম্বর গোলাবাড়ি গ্রামের বাসিন্দা ইসলাম সেখের(৪৫) মৃত্যু হয় গত ১৯ আগস্ট রাতে।এই মৃত্যুর খবর পেয়ে মৃতের শ্বশুর বাড়ির লোকজন পরের দিন সকালে একটি ভুটভুটি করে আসে গোলবাড়িতে।সেখানে মৃত ইসলাম সেখের খবরে মাটি দিয়ে দুপুরে বাসন্তী মগখালি ও ভরতগড়ে বাড়ি ফিরছিল তারা ভুটভুটিতে।ভুটভুটিতে ২২ জন ছিল।এরমধ্যে  ১ জন শিশু কন্যা ছিল।মাতলা নদীর পুরন্দর সংলগ্ন মগখালি এলাকায় হঠাৎই নদীর ঢেউয়ের তোড়ে ভুটভুটির তলা ফেঁটে যায়।ফলে ভুটভুটিতে জল ঢুকে ভুটভুটি ডুবে যায়।ভুটভুটি যাত্রীরা সাঁতার কেটে নদীর পাড়ে এসে ওঠে এবং আশপাশের মৎস্যজীবীরা উদ্ধার করে।কিন্তু ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় আনজেদ জমাদার এবং নদীর নোনা জলে মৃত্যু হয় তিন বছরের শিশু কন্যা রেশমা মীরের।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ জল পথে নিখোঁজের খোঁজে তল্লাশি শুরু করেছে।তবে এখনও পর্যন্ত নিখোঁজের খোঁজ পাওয়া যায়নি।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।ইটখোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান খতিব সরদার জানান এই অঞ্চলের দুই নম্বর গোলাবাড়ি গ্রামের বাসিন্দা ইসলাম সেখের মৃত্যুর খবর পেয়ে মৃতের আত্মীয় স্বজনের এখানে আসে ভুটভুটি করে।খবরে মাটি দেওয়া হয়ে গেলে তারা আবার ভুটভুটি করে বাড়ি যাওয়ার সময় নদীর ঢেউয়ের তোড়ে ভুটভুটি ডুবে যায়।ভুটভুটি ডুবে গেলে এক তিনি বছরের কন্যা শিশুর মৃত্যু হয় এবং আনজেদ জমাদার নামে একজন নিখোঁজ হয়।যেকোনো মৃত্যু দুঃখজনক ও বেদনাদায়ক।

Post a Comment

1 Comments

  1. "কবরে মাটি" খবরে হয়ে গেছে...

    ReplyDelete

Welcome