Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

লকডাউনের শান্ত পরিবেশে মৎস্য শিকারে ব্যস্ত মৎস্যজীবীরা

লকডাউনের শান্ত পরিবেশে মৎস্য শিকারে ব্যস্ত মৎস্যজীবীরা

ক্যানিং|বৃহস্পতিবার সকাল থেকে চলছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা বাসন্তী,গোসাবা,ক্যানিং-১ ব্লক সহ বিভিন্ন ব্লকগুলিতে লকডাউন।সকাল থেকে লকডাউন পালনে পুলিশের অভিযান ছিল চোখে পড়ার মতন।লকডাউনে বন্ধ নদী পথের খেয়া চলাচলা।সোনাখালি-বাসন্তী,গদখালি-বাসন্তী,ছোট মোল্লাখালি,রাধানগর তারানগর,কুমিরমারি সহ বিভিন্ন খেয়া চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ লকডাউনে।এদিকে লকডাউন ও করোনা ভাইরাস মহামারীতে বহু মানুষের কাজ চলে গিয়েছে সুন্দরবন জুড়ে।সুন্দরবনের বর্তমানে প্রায় ৫০ লক্ষ মানুষের বসবাস।আর ক্যানিং মহকুমা প্রায় ১৮ লক্ষ মানুষের বসবাস।আর এই লকডাউনের সময় পেটের তাগিদে গোসাবার বিদ্যা নদী, দুর্গাদুয়ানি নদী,বাসন্তীর হোগল নদী,হেড়োভাঙ্গা নদী,ক্যানিং মাতলা নদী, করতোয়া নদী সহ বিভিন্ন নদীতে জাল ফেলে এবং সুচ ফেলে মাছ কাঁকড়া ধরছে মৎস্যজীবীরা শান্ত পরিবেশে।অসহায় মৎস্যজীবীদের সংসারে নুন আনতে পান্তা ফুরায়।জালের ফাঁক দিয়ে তারা আকাশকে দেখে স্বপ্ন দেখে দুবেলা দুমুঠো ভাতের জন্য।জাল,নৌকা,সুচ তাদের সম্বল।নদীর জোয়ার ভাটা তাদের জীবিকা।কখন মাছ কাঁকড়া উঠবে জালে ও সুচে।আর সেই মাছ কাঁকড়া বিক্রি করে চলবে তাদের সংসার।তবে এদিনের লকডাউন সুন্দরবনের বিভিন্ন নদী গুলিতে বিভিন্ন ছায়া।একদম শান্ত পরিবেশে।তারই মধ্যে খেয়াঘাটের আশপাশে চলছে মৎস্যজীবীদের মৎস্য শিকার।

Post a Comment

0 Comments