Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনে পালিত হলো স্বাধীনতা দিবস ও মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস

সুন্দরবনে পালিত হলো স্বাধীনতা দিবস ও মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস


নিজস্ব প্রতিনিধি | বাসন্তী | শনিবার প্রত্যন্ত সুন্দরবনের পিছিয়ে পড়া ব্লক বাসন্তী। কিন্তূ এই বাসন্তী ব্লকের চোরাডাকাতিয়া গ্রাম সমাজে এগিয়ে যেতে বদ্ধপরিকর তাই সমগ্র দেশ জুড়ে যখন পালিত হচ্ছে আমাদের ৭৪তম স্বাধীনতা দিবস ঠিক সমগ্র দেশ বাসীর সঙ্গে সুন্দরবনে চোরাডাকাতিয়া গ্রামেও শনিবার সকালে পালিত হলো স্বাধীনতা দিবস। সেই সঙ্গে পালিত হলো ভারতের জাতীয় ক্লাব মোহনবাগানের প্রতিষ্ঠা দিবসও। শনিবার সকালে চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ক্লাব সভাপতি সন্দীপ সাউ ও সম্পাদক শরদিন্দু মাঝি।  এর পর মোহনবাগানের পতাকা উত্তোলন করেন সহ সম্পাদক বিশু মন্ডল ও ক্রীড়া সম্পাদক গৌতম মাইতি। অনুষ্ঠানে উপস্থিত সকল ক্লাব সদস্যদের পরিহিত ছিল তাদের প্ৰিয় মোহনবাগানের সেই সবুজ মেরুন জার্সি সঙ্গে মুখে মোহনবাগানের লোগো দেওয়া মাস্ক ও হাতে গ্লাস। এদিন তারা স্বাধীনতা দিবস ও মোহনবাগানের প্রতিষ্টা দিবস পালন করার পাশাপাশি বর্তমান পরিস্থিতি মাথায় রেখে করোনা যোদ্ধা যেমন ডাক্তার, নার্স, আসাকর্মী, সিভিক ভলেন্টিয়াস, ওষুধ সাপ্লাইদের পুস্পস্তবক, মাস্ক, স্যানিটাইজার দিয়ে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও আশেপাশের দোকানদার ও পথ চলতি জনসাধারনের মধ্যে মাস্ক বিতরণ ও সকলকে মিষ্টি মুখ করানো হয় ক্লাবের পক্ষ থেকে।সারাক্ষন সরকারি স্বাস্থবিধি মেনে সম্পূর্ণ অনুষ্ঠান করেন ক্লাবের সদস্যরা। অনুষ্ঠান সম্পর্কে ক্লাব সভাপতি সন্দীপ সাউ বলেন " আজ প্রত্যেক ভারতবাসীর গর্বের দিন, উৎযাপন করার দিন।  আজ থেকে ৭৩ বছর আগে আমাদের দেশ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে, আর এই স্বাধীনতা লাভের ইতিহাস আমাদের করোর অজানা নয় তবে স্বাধীনতা দিবসের সঙ্গে আজ আমাদের জাতীয় ক্লাবের প্রতিষ্ঠা দিবসও তাই আমরা জাতীয় পতাকার পাশাপাশি আজ মোহনবাগান ক্লাবের পতাকাও উত্তোলন করলাম সেই সঙ্গে আজ করোনা নামক মারামারির বিরুদ্ধে আমাদের যে ডাক্তার, নার্স,আশাকর্মী, সিভিকরা প্রতিনিয়ত জীবন বাজি রেখে লড়াই করছেন তাই তাদেরকে মাস্ক, স্যানিটাইজার ও পুস্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হলো।


      অনুষ্ঠানে উপস্থিত থাকা ডাক্তার অময় নস্কর বলেন " আজ স্বাধীনতা দিবসে এই এরকম একটা সংবর্ধনা পেয়ে আমরা খুবই খুশি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো এই চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের প্রত্যেক সদস্যকে কারণ বর্তমান পরিস্থিতি মাথায় রেখে এরকম অনুষ্ঠান সত্যি প্রশংসা যোগ্য। আমি আশা করবো এই ক্লাব আগামী দিনে আরও বড়ো হবে এবং এরকম আরও অনেক সামাজিক কাজে তারা এগিয়ে আসবে।

Post a Comment

0 Comments