Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মা প্রকল্পে ধান ঝাড়াই মেশিন প্রদান

সুন্দরবনের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মা প্রকল্পে ধান ঝাড়াই মেশিন প্রদান


নিজস্ব প্রতিনিধি |  ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার ১৩ টি ব্লক এবং উত্তর ২৪ পরগনার ৬ টি ব্লক নিয়ে সুন্দরবন গঠিত।বর্তমানে সুন্দরবনে ৫০ লক্ষ মানুষের বসবাস।আর সুন্দরবনের ক্যানিং মহকুমা ১৮ লক্ষ মানুষের বসবাস।সোদা মাটির নোনা জলে সুন্দরবনের বিভিন্ন কৃষি জমিতে এক ফসলি চাষবাস হয়ে থাকে।ফলে সুন্দরবনের  কৃষকদের চাতক পাখির মতন চেয়ে থাকতে হয় বর্ষাকালের বৃষ্টির দিকে।তবে সুন্দরবনে বেশ কিছু উন্নয়নের ছায়াও পড়েছে।বেশ কিছু অঞ্চলে গড়ে গড়েছে সেচের ব্যবস্থা।ফলে বিঞ্জান পদ্ধতিতে হচ্ছে নোনা মাটিতে বিভিন্ন ধরনের চাষবাস।এদিকে করোনা ভাইরাস মহামারী থাবায় দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।বাড়ছে মৃত্যুরও সংখ্যা।ক্যানিং এখন রেড জোনের মধ্যে পড়ছে।ফলে বহু মানুষ কাজ হারিয়েছে।লকডাউন ঘরবন্দি বহু মানুষ।আর এই পরিস্থিতিতে এগিয়ে এল সরকারের বিভিন্ন দফতর গুলি।তেমনি সোমবার বিকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ১ ব্লকের সহ কৃষি আধিকারীক ভবন থেকে আত্মা প্রকল্পে বেশকিছু স্বনির্ভর মহিলা গোষ্ঠীর হাতে ধানঝাড়াই মেশিন তুলে দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং ১ ব্লক -সহ কৃষি দফতরের এডিএ গোপা সমাদ্দার,আত্মা প্রকল্পের ক্যানিং-১ এটিএম মৌমিতা দিন্দা দাস,বিশিষ্ট সমাজসেবী খোকন মন্ডলপ্রমূখ।এদিন নিকারীঘাটা, বাঁশড়া,দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু মহিলা স্বনির্ভর গোষ্ঠীর হাতে ধানঝাড়াই মেশিন তুলে দিয়ে আত্মা প্রকল্পের ক্যানিং ১ ব্লক এটিএম মৌমিতা দিন্দা দাস বলেন আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে আরো বেশি সংখ্যক ধানঝাড়াই মেশিন তুলে দেওয়া হবে। পাশাপাশি আরো বিভিন্ন প্রকল্পে স্বনির্ভর মহিলা গোষ্ঠীর মহিলারা যাতে করে সুযোগ সুবিধা পেয়ে আত্মনির্ভর হতে পারে সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।এছাড়াও যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কোন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না তাঁদের কে ও আহ্বান জানানো হয়েছে এই প্রকল্প যুক্ত হওয়ার জন্য।
 ক্যানিং পশ্চিম কেন্দ্রের  বিধায়ক শ্যামল মন্ল বলেন আত্মা প্রকল্পে বেশকিছু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ধানঝাড়াই মেশিন তুলে দেওয়া হয়েছে। আগামী দিনে প্রতিটি মহিলা যাতে করে স্বনির্ভর হয়ে নিজে পায়ে দাঁড়াতে পারে তার জন্য আত্মা প্রকল্প ছাড়াও রাজ্য সরকারের আরও বিভিন্ন প্রকল্পে মহিলাদেরকে সংযুক্তিকরণ করেন স্বনির্ভর করে গড়ে তোলা হবে।ফলে এই ব্লকে আর্থিক ও সামাজিক ভাবে কয়েক হাজার মহিলা ও স্বনির্ভর গোষ্ঠী উপকৃত হবে।এদিন ধানঝাড়াই মেশিন পেয়ে খুশি হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

Post a Comment

0 Comments