Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

মানুষজনকে সচেতন করে তুলতে ম্যানগ্রোভ গাছে রাখি বন্ধন

মানুষজনকে সচেতন করে তুলতে ম্যানগ্রোভ গাছে রাখি বন্ধন

নিজস্ব প্রতিনিধি |  ক্যানিং|সোমবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা বিভিন্ন অঞ্চলে বিশিষ্ট সমাজসেবক ফারুক আহমেদ সরদারের উদ্যোগে সুন্দরবনের ম্যানগ্রোভ গাছে রাখি পড়িয়ে গাছ  বিষয়ে এবং ম্যানগ্রোভ গাছে মাক্স পড়িয়ে সাধারণ মানুষজনকে সচেতন করে তুললেন করোনা ভাইরাস কি কি করণীয়।বিশ্বের বিস্ময় সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন সুন্দরবন। সুন্দরবন মানব সভ্যতার অক্সিজেনের কারখানা। প্রাকৃতিক দুর্যোগ সহনকারি এই বাদাবন।সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারি থাবা বসিয়েছে।সুন্দরবনে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই বেড়েই চলেছে।


পাশাপাশি গত ২০ মে আমফানের তান্ডবে সুন্দরবনের বহু ম্যানগ্রোভ গাছ নষ্ট হয়ে যায়।আর এই করোনা ভাইরাস এবং একটি গাছ একটি প্রাণ বিষয়ে সাধারণ মানুষজন কে সচেতন করে তুলতে এই অভিনব উদ্যোগ ম্যানগ্রোভে গাছ রাখি পড়িয়ে এবং মাক্স।তাই রাখি পূর্ণিমার  দিনে শুধু ভাতৃত্বের মেলবন্ধনে নয় প্রাকৃতিক মেলবন্ধনে মেতে উঠল ক্যানিংবাসী।

Post a Comment

0 Comments