লকডাউনে সুন্দরবনের নদীতে ভটভটি ডুবে সলিল সমাধি ১ শিশু কন্যার,নিখোঁজ ১
লকডাউনে সুন্দরবনের নদীতে ভটভটি ডুবে সলিল সমাধি হল বছর তিনেক বয়সের রেশমা মীর নামে এক শিশু কন্যার।তার বাড়ি বাসন্তী থানার ভরতগড় গ্রামে।
পাশাপাশি ঘটনায় নিখোঁজ হয়েছেন শিশুরটির এক আত্মীয় বছর পঁয়তাল্লিশ বয়সের আনজেদ জমাদার। নিখোঁজ ব্যাক্তির বাড়ি বাসন্তী থানার ৬ নম্বর সোনাখালি। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবনের মাতলা-হোগল নদীর সংযোগস্থল বাসন্তী থানার পুরন্দর সংলগ্ন মগখালি এলাকায়। স্থানীয় সুত্রে জানাগেছে ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ির হাটখোলা গ্রামে গত বুধবার ইসলাম সেখ নামে এক ব্যাক্তির মৃত্যু হয়। তাঁকে সমাধি করার জন্য বাসন্তীর সোনাখালির মগখালি এলাকা থেকে ভটভটিতে চেপে মৃতের ২২ জন আত্মীয় গোলাবাড়ির হাটখোলা গ্রামে গিয়েছিলেন।গোলাবাড়িতে আত্মীয়ের মৃতদেহ কবরস্থ করে ২২ জনের দল টি এদিন দুপুরে নদীপথে ভটভটিতে চেপেই ফিরছিলেন মগখালিতে। সেই সময় নদীতে ছিল ভাটা,পাশাপাশি প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া বইছিল।ঝোড়ো হাওয়ায় নদীতে জলের স্রোত ছিল প্রচন্ড।ঝোড়ো হাওয়ায় আচমকা মগখালি সংলগ্ন এলাকায় প্রবল স্রোতে পড়ে ভটভটি টি নদীর জলে ডুবে যায়।ভটভটির যাত্রীরা সকলে সাঁতরে নদীর পাড়ে উঠলেও সলিল সমাধি ঘটে রেশমা নামে এক বছর তিনেক শিশু কন্যার।নদীবক্ষে থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় গ্রামবাসীরা।অন্যদিকে ভটভটি ডুবির ঘটনায় বছর ৪৫ বয়সের আনজেদ জমাদার নামে এক ব্যাক্তি নিখোঁজ রয়েছেন।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির খোঁজে নদীতে জোর তল্লাশি অভিযান শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। পাশাপাশি এমন মর্মান্তিক ঘটনার কথা শুনে ঘটনাস্থলে হাজীর হয় বাসন্তীর বিডিও সৌগত সাহা।মৃত শিশুটির দেহ উদ্ধার হলেও আনজেদ জমাদার কে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।তবে বিডিও সৌগত সাহার নেতৃত্বে নিখোঁজ ব্যাক্তির খোঁজে নদীতে জোর তল্লাশি অভিযান চালাচ্ছে বাসন্তী থানার পুলিশ।
লকডাউনে সুন্দরবনের নদীতে ভটভটি ডুবে সলিল সমাধি হল বছর তিনেক বয়সের রেশমা মীর নামে এক শিশু কন্যার।তার বাড়ি বাসন্তী থানার ভরতগড় গ্রামে।
পাশাপাশি ঘটনায় নিখোঁজ হয়েছেন শিশুরটির এক আত্মীয় বছর পঁয়তাল্লিশ বয়সের আনজেদ জমাদার। নিখোঁজ ব্যাক্তির বাড়ি বাসন্তী থানার ৬ নম্বর সোনাখালি। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবনের মাতলা-হোগল নদীর সংযোগস্থল বাসন্তী থানার পুরন্দর সংলগ্ন মগখালি এলাকায়। স্থানীয় সুত্রে জানাগেছে ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ির হাটখোলা গ্রামে গত বুধবার ইসলাম সেখ নামে এক ব্যাক্তির মৃত্যু হয়। তাঁকে সমাধি করার জন্য বাসন্তীর সোনাখালির মগখালি এলাকা থেকে ভটভটিতে চেপে মৃতের ২২ জন আত্মীয় গোলাবাড়ির হাটখোলা গ্রামে গিয়েছিলেন।গোলাবাড়িতে আত্মীয়ের মৃতদেহ কবরস্থ করে ২২ জনের দল টি এদিন দুপুরে নদীপথে ভটভটিতে চেপেই ফিরছিলেন মগখালিতে। সেই সময় নদীতে ছিল ভাটা,পাশাপাশি প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া বইছিল।ঝোড়ো হাওয়ায় নদীতে জলের স্রোত ছিল প্রচন্ড।ঝোড়ো হাওয়ায় আচমকা মগখালি সংলগ্ন এলাকায় প্রবল স্রোতে পড়ে ভটভটি টি নদীর জলে ডুবে যায়।ভটভটির যাত্রীরা সকলে সাঁতরে নদীর পাড়ে উঠলেও সলিল সমাধি ঘটে রেশমা নামে এক বছর তিনেক শিশু কন্যার।নদীবক্ষে থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় গ্রামবাসীরা।অন্যদিকে ভটভটি ডুবির ঘটনায় বছর ৪৫ বয়সের আনজেদ জমাদার নামে এক ব্যাক্তি নিখোঁজ রয়েছেন।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির খোঁজে নদীতে জোর তল্লাশি অভিযান শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। পাশাপাশি এমন মর্মান্তিক ঘটনার কথা শুনে ঘটনাস্থলে হাজীর হয় বাসন্তীর বিডিও সৌগত সাহা।মৃত শিশুটির দেহ উদ্ধার হলেও আনজেদ জমাদার কে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।তবে বিডিও সৌগত সাহার নেতৃত্বে নিখোঁজ ব্যাক্তির খোঁজে নদীতে জোর তল্লাশি অভিযান চালাচ্ছে বাসন্তী থানার পুলিশ।
0 Comments
Welcome