রাখি উৎসবে এগিয়ে এলো প্রমিলা বাহিনী
কাকলি পাল |ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুলেখা হালদার,শিক্ষা কর্মাধ্যক্ষ যূথিকা ভুঁইয়া,মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান মঞ্জু নাথের উদ্যোগে তৃণমূলের প্রমিলা বাহিনী এগিয়ে এলো রাখি উৎসবে।এ দিন অসহায় গরীব দুঃস্থ পরিবার মানুষজনের হাতে রাখি পড়িয়ে মাক্স বিতরণ করে করোনা ভাইরাস মহামারি বিষয়ে সচেতন করে তোলে।পাশাপাশি এই মহামারী সময়ে স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনে চলতে পরামর্শ দেওয়া হয় এবং কি কি করণীয় সে বিষয়েও সচেতন করে তোলে সাধারণ মানুষজন কে।সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুরও সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।বর্তমানে ক্যানিং রেড জোন।পাশাপাশি গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ধ্বংস স্তূপে পরিণত হয়েছে।রাজ্য সরকারের উদ্যোগ আসতে আসতে ঘুরে দাঁড়াচ্ছে সুন্দরবন।একটু একটু করে জীবন ছন্দে ফিরে আসছে সুন্দরবনবাসী।লকডাউনে ক্যানিং মহকুমা বহু মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে।ফলে বহু মানুষ কাজে যেতে পারছে না।আর তারই মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তৃণমূলের প্রমিলা বাহিনী।কখনও অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছে,আবার রাখি উৎসবে হাতে পড়িয়ে দিচ্ছে রাখি,মুখে পড়িয়ে দিচ্ছে মাক্স।ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুলেখা হালদার,শিক্ষা কর্মাধ্যক্ষ যূথিকা ভুঁইয়া বলেন স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনেই পালন করা হচ্ছে রাখি উৎসব।অসহায় মানুষগুলির হাতে রাখি পড়িয়ে মাক্স বিতরণ করা হচ্ছে।পাশাপাশি করোনা ভাইরাস বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে।
কাকলি পাল |ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুলেখা হালদার,শিক্ষা কর্মাধ্যক্ষ যূথিকা ভুঁইয়া,মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান মঞ্জু নাথের উদ্যোগে তৃণমূলের প্রমিলা বাহিনী এগিয়ে এলো রাখি উৎসবে।এ দিন অসহায় গরীব দুঃস্থ পরিবার মানুষজনের হাতে রাখি পড়িয়ে মাক্স বিতরণ করে করোনা ভাইরাস মহামারি বিষয়ে সচেতন করে তোলে।পাশাপাশি এই মহামারী সময়ে স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনে চলতে পরামর্শ দেওয়া হয় এবং কি কি করণীয় সে বিষয়েও সচেতন করে তোলে সাধারণ মানুষজন কে।সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুরও সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।বর্তমানে ক্যানিং রেড জোন।পাশাপাশি গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ধ্বংস স্তূপে পরিণত হয়েছে।রাজ্য সরকারের উদ্যোগ আসতে আসতে ঘুরে দাঁড়াচ্ছে সুন্দরবন।একটু একটু করে জীবন ছন্দে ফিরে আসছে সুন্দরবনবাসী।লকডাউনে ক্যানিং মহকুমা বহু মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে।ফলে বহু মানুষ কাজে যেতে পারছে না।আর তারই মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তৃণমূলের প্রমিলা বাহিনী।কখনও অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছে,আবার রাখি উৎসবে হাতে পড়িয়ে দিচ্ছে রাখি,মুখে পড়িয়ে দিচ্ছে মাক্স।ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুলেখা হালদার,শিক্ষা কর্মাধ্যক্ষ যূথিকা ভুঁইয়া বলেন স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনেই পালন করা হচ্ছে রাখি উৎসব।অসহায় মানুষগুলির হাতে রাখি পড়িয়ে মাক্স বিতরণ করা হচ্ছে।পাশাপাশি করোনা ভাইরাস বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে।
0 Comments
Welcome