Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

চাষীদের সরঞ্জাম বিতরণ

চাষীদের সরঞ্জাম বিতরণ

নিজস্ব প্রতিনিধি |  ক্যানিং|শনিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার হাইস্কুল পাড়া এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে  ক্যানিং ১ ব্লক সহ কৃষি আধিকারিক দফতর থেকে উন্নত প্রযুক্তিতে চাষ করার জন্য দুর্গত চাষীদের হাতে তুলে দেওয়া হয় ‘সোলার লাইট ইনসেক্ট ট্রাপ’ মেশিন ও ‘ভেজিটেবল সীডলিং  ট্রান্সপ্ল্যানটার’ মেশিন। এদিন এলাকার ৫০ জন দুর্গত চাষীদের হাতে উন্নত প্রযুক্তির কৃষি কাজের জন্য ব্যবহৃত মেশিন তুলেদেন ক্যানিং ১ ব্লকের সহ কৃষি আধিকারীক গোপা সমাদ্দার।এদিন বীজ, জৈব সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং ১ ব্লক সহ কৃষি আদিকারিক দফতরের টেকনোলজি ম্যানেজার প্রীতম দেবনাথ, অ্যাসিষ্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার মৌমিতা দাস দিন্দা, দেবাশীষ মন্ডল প্রমূখ।ক্যানিং ১ ব্লক সহ কৃষি অধিকর্তা গোপা সমাদ্দার বলেন “সাধারণত প্রান্তিক চাষীরা বেশির ভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বিভিন্ন রকম পোকা মাকড়,কীটপতঙ্গের আক্রমণে। সোলার লাইট ইনসেক্ট ট্রাপ মেশিন টি বাগানে রাখলেই সমস্ত রকম পোকামাকড়, কীটপতঙ্গ অনায়াসেই মেশিনে এসে হাজির হবে এং মারা যাবে ।ফলে পোকা মাকড় ও কীট পতঙ্গের উপদ্রবের হাত থেকে উপকৃত হবেন চাষীরা।পাশাপাশি চাষের কাজে রাসায়নিক ওষুধ প্রয়োগ করতে হবে না ।একটি মেশিন প্রায় এক একর কৃষিক্ষেতে পোকা মাকড়, কীটপতঙ্গের আক্রমণ থেকে বাঁচাতে সক্ষম হবে।তিনি আরও বলেন চাষীরা বিভিন্ন ধরনের সবজির চারাগাছ রোপণ করার জন্য  কোদাল কিংবা অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করেন। তাতে করে সময় ও অর্থ ব্যয় হয় প্রচুর। বর্তমানে ‘ভেজিটেবল সীডলিং ট্রান্সপ্লানটার’ মেশিনের সাহায্যে  ১ মিনিট সময় ব্যয় করে দ্রুত গতিতে ২৫ টি চারাগাছ রোপণ করতে সক্ষম হবেন চাষীরা।আর এমন উন্নত প্রযুক্তি তে চাষীরা চাষে অভ্যস্থ হয়ে গেলে চাষের ক্ষেত্রে এক নতুন ইতিহাস সৃষ্টি হবে।এমনকি  অর্থনৈতিক ভাবে স্বনির্ভর হয়ে এগিয়ে যাবেন চাষীরা।এদিন চাষের কাজে ব্যবহৃত মেশিন ,বীজ ও জৈব সার পেয়ে খুশি চাষী মোসলেম লস্কর,খোকন মিস্ত্রী, নুর ইসলাম সরদার,রাজেয়া বিবি লস্কর, আবুল কাসেম মন্ডল,হারাণ মন্ডল,জগদীশ মন্ডলদের মতো  চাষীরা।
--

Post a Comment

0 Comments