মানুষজনকে সচেতন করে তুলতে ম্যানগ্রোভ বন্ধন উৎসব
কাকলি পাল |ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা বিভিন্ন অঞ্চলে এবং ক্যানিং-১ ব্লকের নিকাড়ীঘাটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সুন্দরবনের ম্যানগ্রোভ বন্ধন উৎসব পালিত হল যথাযথ ভাবে।স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনে এলাকার মহিলারা এবং স্কুলের ছাত্র ছাত্রীরা গাছে রাখি পড়িয়ে গাছ বিষয়ে এবং ম্যানগ্রোভ গাছে মাক্স পড়িয়ে সাধারণ মানুষজনকে সচেতন করে তুললেন করোনা ভাইরাস কি কি করণীয়।বিশ্বের বিস্ময় সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন সুন্দরবন। সুন্দরবন মানব সভ্যতার অক্সিজেনের কারখানা। প্রাকৃতিক দুর্যোগ সহনকারি এই বাদাবন।সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারি থাবা বসিয়েছে।সুন্দরবনে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই বেড়েই চলেছে।
পাশাপাশি গত ২০ মে আমফানের তান্ডবে সুন্দরবনের বহু ম্যানগ্রোভ গাছ নষ্ট হয়ে যায়।আর এই করোনা ভাইরাস এবং একটি গাছ একটি প্রাণ বিষয়ে সাধারণ মানুষজন কে সচেতন করে তুলতে এই অভিনব উদ্যোগ ম্যানগ্রোভে গাছ রাখি পড়িয়ে এবং মাক্স।তাই রাখি পূর্ণিমার দিনে শুধু ভাতৃত্বের মেলবন্ধনে নয় প্রাকৃতিক মেলবন্ধনে মেতে উঠল ক্যানিংবাসী।ক্যানিং-১ ব্লকের নিকাড়ীঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী সাঁফুই,গাছ বিশেষজ্ঞ জয়দেব দাসের উদ্যোগে যথাযথ ভাবে পালিত হয় ম্যানগ্রোভ বন্ধন উৎসব।এদিন স্কুলের ছাত্র ছাত্রীরা এবং গ্রাম মহিলা এগিয়ে আসেন সুন্দরবনে বাঁচাতে ম্যানগ্রোভ গাছের বিষয়ে সচেতন করে তুলতে।পাশাপাশি কয়েকশো মাক্স তুলে দেন সাধারণ মানুষজনকে।করোনা ভাইরাস কিকি করণীয় এবং কিভাবে স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনে চলবে সেই বিষয়েও সচেতন করে তোলে তারা।ম্যানগ্রোভ গাছে রাখি পড়িয়ে গাছকে আপন করে নেয় তারা।একটি গাছ একটি প্রাণ তাও তারা তুলে ধরেন এই ম্যানগ্রোভ বন্ধন উৎসবের মাধ্যমে।
কাকলি পাল |ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা বিভিন্ন অঞ্চলে এবং ক্যানিং-১ ব্লকের নিকাড়ীঘাটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সুন্দরবনের ম্যানগ্রোভ বন্ধন উৎসব পালিত হল যথাযথ ভাবে।স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনে এলাকার মহিলারা এবং স্কুলের ছাত্র ছাত্রীরা গাছে রাখি পড়িয়ে গাছ বিষয়ে এবং ম্যানগ্রোভ গাছে মাক্স পড়িয়ে সাধারণ মানুষজনকে সচেতন করে তুললেন করোনা ভাইরাস কি কি করণীয়।বিশ্বের বিস্ময় সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন সুন্দরবন। সুন্দরবন মানব সভ্যতার অক্সিজেনের কারখানা। প্রাকৃতিক দুর্যোগ সহনকারি এই বাদাবন।সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারি থাবা বসিয়েছে।সুন্দরবনে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই বেড়েই চলেছে।
পাশাপাশি গত ২০ মে আমফানের তান্ডবে সুন্দরবনের বহু ম্যানগ্রোভ গাছ নষ্ট হয়ে যায়।আর এই করোনা ভাইরাস এবং একটি গাছ একটি প্রাণ বিষয়ে সাধারণ মানুষজন কে সচেতন করে তুলতে এই অভিনব উদ্যোগ ম্যানগ্রোভে গাছ রাখি পড়িয়ে এবং মাক্স।তাই রাখি পূর্ণিমার দিনে শুধু ভাতৃত্বের মেলবন্ধনে নয় প্রাকৃতিক মেলবন্ধনে মেতে উঠল ক্যানিংবাসী।ক্যানিং-১ ব্লকের নিকাড়ীঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী সাঁফুই,গাছ বিশেষজ্ঞ জয়দেব দাসের উদ্যোগে যথাযথ ভাবে পালিত হয় ম্যানগ্রোভ বন্ধন উৎসব।এদিন স্কুলের ছাত্র ছাত্রীরা এবং গ্রাম মহিলা এগিয়ে আসেন সুন্দরবনে বাঁচাতে ম্যানগ্রোভ গাছের বিষয়ে সচেতন করে তুলতে।পাশাপাশি কয়েকশো মাক্স তুলে দেন সাধারণ মানুষজনকে।করোনা ভাইরাস কিকি করণীয় এবং কিভাবে স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনে চলবে সেই বিষয়েও সচেতন করে তোলে তারা।ম্যানগ্রোভ গাছে রাখি পড়িয়ে গাছকে আপন করে নেয় তারা।একটি গাছ একটি প্রাণ তাও তারা তুলে ধরেন এই ম্যানগ্রোভ বন্ধন উৎসবের মাধ্যমে।
0 Comments
Welcome