মাতলা-২ প্রধান উত্তম দাসের উদ্যোগে ১০ হাজার ম্যানগ্রোভের বীজ রোপণ
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং | গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ধ্বংস স্তূপে পরিণত হয়ে ছিল।তবে বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগ একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে সুন্দরবন।আর এই ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছ।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেন সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভের চারা রোপণ করা হবে।আর এই কাজে বাস্তব রুপ দিতে কোমড় বেঁধে নেমে নেমে পড়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী,বিধায়ক,সাংসদ সহ বিভিন্ন দফতরের আধিকারিক অফিস কর্মীরা।তেমনি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস কোমড় বেঁধে নেমে পড়লেন মহত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের ১০০ দিনের কাজে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের বীজ রোপণের কাজ।এরফলে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে, অপর দিকে কর্ম সংস্থান গড়ে উঠবে।পাশাপাশি কাজ পাচ্ছে জব কার্ডের বেনিফিসিয়ারি।
সুন্দরবনের ক্যানিং-১ ব্লকে উন্নয়নমূলক কর্মকান্ডে উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত মাতলা-২ প্রধান উত্তম দাস।তিনি সব সময় মানুষের পাশে মানুষের সাথে।মানুষকে সঙ্গে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্দশকে সামনে রেখে অক্রান্ত পরিশ্রম করে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করে চলেছে মাতলা-২ প্রধান উত্তম দাস।এদিকে মাতলা-২ প্রধান উত্তম দাসের উদ্যোগে ১০০ দিনের কাজে ক্যানিং মৌখালী ব্রীজ থেকে ধুমকাঠি কাল ভাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার করতোয়া নদীর পাড়ে ১০ হাজার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের বীজ রোপণ করে নজির গড়ে তুললেন।পাশাপাশি এই নদীর চড়ে ইকো ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।ফলে একদিকে যেমন সুন্দরবনের পযটক আর্কষণ বাড়বে।তেমনি এলাকায় গড়ে উঠবে বহু মানুষের কর্ম সংস্থান।মাতলা-২ প্রধান তৃণমূলের উত্তম দাস বলেন ১০০ দিনের কাজে প্রায় ১০ হাজার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের বীজ বীজ রোপণ করা হয়েছে ক্যানিং মৌখালি ব্রীজ সংলগ্ন করতোয়া নদীর পাড়ে।এরফলে একদিকে যেমন ভূমিক্ষয় রোধ হবে,অপরদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে।তিনি আরও বলেন গত ২০ মে আমফানের তান্ডবে বহু ম্যানগ্রোভ গাছ নষ্ট হয়ে গেছে।আমরা সকলেই জানি একটি গাছ একটি প্রাণ গাছ লাগান নিজে বাঁচুন অপরকে বাঁচান।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্দশকে সামনে রেখে মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।পাশাপাশি সুন্দরবনের পযটকদের আর্কষণ করে তোলার জন্য এখানে ইকো ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনা নেওয়াও হয়েছে।
0 Comments
Welcome