Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিংয়ে বিজেপি ও লুপ্তপ্রায় বামফ্রন্টে বড়সড় ভাঙন,৫০০ কর্মী সমর্থক তৃণমূলে

ক্যানিংয়ে বিজেপি ও লুপ্তপ্রায় বামফ্রন্টে বড়সড় ভাঙন,৫০০ কর্মী সমর্থক তৃণমূলে


নিজস্ব প্রতিনিধি  ,ক্যানিং - গত ২০ মে আম্ফান সাইক্লোন তছনছ করে দিয়েছে সমগ্র ক্যানিং ১ ব্লক সহ সুন্দরবন এলাকা।আর সেই ভাঙনের চিহ্ন প্রতি পদে পদে বিরাজমান।প্রাকৃতিক শক্তির পাশাপাশি রাজনৈতিক শক্তিতে ভেঙে চুরমার হয়ে ছিন্নভিন্ন হয়ে গেল ক্যানিং ১ ব্লকের বিজেপি ও লুপ্তপ্রায় বামফ্রন্ট। এলাকার ক্যানিং,নিকারীঘাটা,ইটখোলা,দিঘীরপাড়,তালদি,দাঁড়িয়া,হাটপুকুরিয়া,গোপালপুর সহ ১০ গ্রাম পঞ্চায়েতের ৩০০ বিজেপি কর্মী সমর্থক ও লুপ্তপ্রায় বামফ্রন্টের ২০০ কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।রবিবার সকালে ক্যানিং বাসষ্ট্যান্ডে সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরিহিত অবস্থায়  নবাগত তৃণমূলীদের হাতে দলীয় পতাকা তুলেদেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কো-অর্ডিনেটর তথা  যুবতৃণমূল নেতা পরেশ রাম দাস।
 পরেশ রাম দাস জানিয়েছেন “এই ৫০০ জন কর্মী সমর্থক দীর্ঘদিন ধরেই  বিজেপির ও বামফ্রন্টের সক্রিয় কর্মী সমর্থক ছিলেন। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়ণ ধারায় সামিল হয়ে তাঁরা তৃণমূলের সঙ্গে যুক্ত হলেন।”
উল্লেখ্য লকডাউন ও আম্ফানের তাণ্ডবে এই সমস্ত পরিবারগুলির করুণ অবস্থায় সবসময় পাশে থেকেছে যুবতৃণমূল কংগ্রেস। দলের তরফে তাঁদের কাছে প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রীও পৌঁছে দেওয়া হয়েছিল। বিপদে যুব তৃণমূল কংগ্রেস কে পাশে পেয়ে এবং দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মযজ্ঞ দেখে তাঁরা দল পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।”
বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে সুজয় সাহা,রাজু প্রামাণিক,চিকিৎসক বিপ্লব ভৌমিক,সুমন্ত সাহা,শ্যামল রায়,গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ফরওয়ার্ড ব্লকের উপপ্রধান মদন নস্কর’রা বলেন “সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার,আয়লা,ফনী,বুলবুল,সাম্প্রতিক ঘটে যাওয়া আম্ফান কিংবা করোনা ভাইরাসের   থেকেও ভয়ঙ্কর সাম্প্রদায়িক দল এই বিজেপি। পাশাপাশি দীর্ঘ ৩৪ বছরে সমগ্র বাংলাটা শেষ করে দিয়েছে বামফ্রন্ট। আমরা হাড়ে হাড়ে বুঝতে পেরেই দলত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে মমতা ব্যানার্জীর আদর্শকে পাথেয় করে  মা মাটি মানুষের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আগামী দিনে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস দলের একজন সাধারণ সৈনিক হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়ণে সামিল হতে চাই।”
এদিন অনুষ্ঠানে যুবতৃণমূল কংগ্রেসের মাতলা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাস,জেলাপরিষদ সদস্য তপন সাহা,সুশীল সরদার,মাতলা ২ যুব তৃণমূল অঞ্চল সভাপতি অরিত্র বোস,মাতলা ১ গ্রাম পঞ্চায়েত প্রধান হরেন ঘোড়ুই,উপপ্রধান প্রদীপ দাস সহ অনান্য যুবতৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments