বাসন্তীর হোগোল নদীতে কুমিরে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে
নিজস্ব প্রতিনিধি | বাসন্তী|রবিবার সকাল সাড়ে ১১ টার সময় নদীতে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎই কুমিরে টেনে নিয়ে গেল এক মৎস্যজীবীকে এমনটাই অনুমান করা হচ্ছে।নিখোঁজ মৎস্যজীবীর নাম দরাফ লস্কর।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ছোটো গেও খালি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছোটো গেও খালি এলাকার বাসিন্দা মৎস্যজীবী দরাফ লস্কর ও তার নাতিকে সঙ্গে নিয়ে এদিন সকালে বাসন্তীর হোগল নদীতে মাছ ধরতে যায়।নদীতে আপন মনে জাল ফেলে মাছ ধরছিল মৎস্যজীবী দরাফ লস্কর।সেই সময় হঠাৎই কুমির আক্রমণ করে মৎস্যজীবী দরাফ লস্করের উপর এমনটাই জানাচ্ছেন স্থানীয় অন্য মৎসজীবিরা।
জোয়ারের সময় কুমির মৎস্যজীবী দরাফ লস্করকে টেনে নিয়ে চলে যায়।বিষয়টি আশপাশের মৎস্যজীবীরা দেখতে পেয়ে এগিয়ে আসে মৎস্যজীবী দরাফ লস্কর কে উদ্ধার করার জন্য।কিন্তু তারা উদ্ধার করতে পারেনি।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ জল পথে খোঁজ শুরু করেছে।তবে এখন পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর খোঁজ পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিনিধি | বাসন্তী|রবিবার সকাল সাড়ে ১১ টার সময় নদীতে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎই কুমিরে টেনে নিয়ে গেল এক মৎস্যজীবীকে এমনটাই অনুমান করা হচ্ছে।নিখোঁজ মৎস্যজীবীর নাম দরাফ লস্কর।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ছোটো গেও খালি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছোটো গেও খালি এলাকার বাসিন্দা মৎস্যজীবী দরাফ লস্কর ও তার নাতিকে সঙ্গে নিয়ে এদিন সকালে বাসন্তীর হোগল নদীতে মাছ ধরতে যায়।নদীতে আপন মনে জাল ফেলে মাছ ধরছিল মৎস্যজীবী দরাফ লস্কর।সেই সময় হঠাৎই কুমির আক্রমণ করে মৎস্যজীবী দরাফ লস্করের উপর এমনটাই জানাচ্ছেন স্থানীয় অন্য মৎসজীবিরা।
জোয়ারের সময় কুমির মৎস্যজীবী দরাফ লস্করকে টেনে নিয়ে চলে যায়।বিষয়টি আশপাশের মৎস্যজীবীরা দেখতে পেয়ে এগিয়ে আসে মৎস্যজীবী দরাফ লস্কর কে উদ্ধার করার জন্য।কিন্তু তারা উদ্ধার করতে পারেনি।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ জল পথে খোঁজ শুরু করেছে।তবে এখন পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর খোঁজ পাওয়া যায়নি।
0 Comments
Welcome