Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

গাছ বাঁচাতে রাজ পথে সমাজসেবী

গাছ বাঁচাতে রাজ পথে সমাজসেবী


নুরসেলিম লস্কর |ক্যানিং |  গোটা রাজ্য থেকে শুরু করে সমগ্র পৃথিবী জুড়ে চলছে করোনা মহামারির দাপাদাপি। তার উপর এর মধ্যে ঘটেগেছে বুল বুল, অম্ফানের মতো সুপার সাইক্লোন ঝড়। যার ফলে ব্যাপক সংখ্যক ক্ষতি হয়েছে ঘর বাড়ি থেকে শুরু করে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ঐতিহ্য সুন্দরবনের। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়  গাছপালার আর গাছে দের এই ক্ষতি ও বিশ্বউস্নায়নের কথা মাথায় রেখে সুন্দরবনের বিশিষ্ট্য সমাজসেবী তথা প্রকৃতিপ্রেমী ফারুক আহমেদ সরদার লাগাতার সেই বনমহৎউৎসব থেকে গাছ বাঁচানোর লক্ষে নিরন্তর কাজ করে চলেছে ফারুক বাবু। কখনো বিভিন্ন পড়ো জায়গায় গাছ লাগানো হোক বা বিভিন্ন বড়ো বড়ো গাছের গায়ে পেরেক সাঁটিয়ে যে সমস্ত ব্যানার, হোডিং লাগনো থাকে সেগুলি তিনি নিজেই গাছ থেকে তুলে ফেলে দেন। যাতে করে গাছটি যেন ক্ষতিগ্রস্ত না হয়। তিনি বলেন একটি জন্ম, একটি গাছ। অতএব গাছ শুধু রোপন করলেই চলবে না। তাকে সঠিক ভাবে পরিচর্যা করা অত্যন্ত জরুরী। ফারুক বাবু দুঃখ প্রকাশ করে আরও বলেন - যে সরকারি ভাবে রাস্তায় দুপাশে গাছ লাগানো হয়ে থাকে কিন্তূ ইলেকট্রিক তার, জলের পাইপের লাইন কিংবা ফোনের তারের জন্য যত্রতত্র গাছ গুলো বাড়তে না দিয়ে কেটে ফেলা হয় এবং তার পরিবর্তে কোনও গাছ লাগানো হয় না। এর ফলে যেমন ক্ষতি হয় জাতীয় সম্পদ ও অরণ্য ধ্বংস, রাস্তা ক্ষয়ের পাশাপাশি পরিবেশ দূষিত ও হচ্ছে ফলে প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ ধারণ করে। যার ফল এই অম্ফান, বুল বুলের মতো সুপার সাইক্লোন আর এর ফলে ক্ষতির মুখে পড়বে মানব জাতি। তাই আমি সকল স্তরের মানুষের কাছে আবেদন করবো কেউ এভাবে গাছের গায়ে পিরেক মারবেন না এবং প্রশাসন কে অনুরোধ করবো এই বিষয় গুলোর উপর লক্ষ্য রাখতে। ফারুক বাবুর এই উদ্যোগ দেখে গৌতম সা নামের এক পথচলতি ব্যক্তি বলেন ' ফারুক বাবুকে প্রায়ই দেখি বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করতে তবে গাছেদের নিয়ে ওনার এই চিন্তা সত্যিই প্রকৃতির সবুজ রক্ষার ক্ষেত্রে অনেক সাহায্য করবে এবং অনেক মানুষ বিশেষ করে সচেতন হবে বলে আমার মনে হয়। এবং এই চিন্তা ভাবনার জন্য ফারুক বাবুকে ধন্যবাদ '।

Post a Comment

0 Comments