Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

জখম তৃণমূলের নেতা

জখম তৃণমূলের নেতা



নিজস্ব প্রতিনিধি |  ক্যানিং|মঙ্গলবার রাতে এসইউসিআইয়ের আশ্রিত ১০ থেকে ১২ জনের দুষ্কৃতী দল ধারালো অস্ত্র নিয়ে তৃণমূলের কার্য্যলয়ে ঢুকে এলোপাথাড়ি কোপ মারলে জখম হয় এক তৃণমূলের নেতা।জখম তৃণমূলের নেতার নাম সালমান মন্ডল।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর অঞ্চলের ধর্মতলা গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা তৃণমূলের ইউদা মন্ডল।তার স্বামী সালমান মন্ডল তৃণমূলের নেতা।গত ১৮ আগস্ট রাতে ধর্মতলা তৃণমূলের কার্য্যলয়ে বসে দলীয় কাজকর্ম করছিল।সেই সময় এসইউসিআইয়ের আশ্রিত ১০ থেকে ১২ জনের দুষ্কৃতীদল ধারালো অস্ত্র নিয়ে তৃণমূলের কার্য্যলয়ে ঢুকে  তৃণমূলের নেতা সালমান মন্ডলকে বেধড়ক মারধর করতে থাকে।এরপর দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তৃণমূলের নেতা সালমান মন্ডলকে।তখন তৃণমূলের নেতা সালমান মন্ডল চিৎকার চেঁচামেচি করতে থাকে।তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় মানুষজন ছুটে আসে।ভাব খারাপ দেখে দুষ্কৃতীরা চম্পট দেয়।স্থানীয় মানুষজন জখম তৃণমূলের নেতাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানে তার চিকিৎসা চলছে।এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।এ বিষয়ে এসইউসিআই জেলা কমিটির সদস্য ইয়াহিয়া আখন্দ বলেন যে ঘটনা ঘটেছে সেটা ব্যক্তিগত সমস্যা কিংবা শাসক দলের গোষ্ঠি কোন্দলের জেরে ঘটেছে।নিজেরা গন্ডোগোল পাকিয়ে এসইউসিআই এর নামে বদনাম করার চেষ্টা করছে।এসইউসিআই দল মারামারীর রাজনীতি করে না।ক্যানিং-১ ব্লক তৃণমূল সহ-সভাপতি অর্ণব রায় বলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরেই এসইউসিআই এর দখলে ছিল।পরিবর্তনের হাত ধরে বিগত দশ বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এই গ্রাম  পঞ্চায়েতে।এসইউসিআই পরিকল্পনা করে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে।যেহেতু সামনে ২০২১ এ বিধানসভা নির্বাচন।তবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।পুলিশ প্রশাসনকে বলা হয়েছে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।

Post a Comment

0 Comments