Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং পশ্চিম কেন্দ্রে বিজেপি ভাঙন,৩০০ জন তৃণমূলে যোগদান

ক্যানিং পশ্চিম কেন্দ্রে বিজেপি ভাঙন,৩০০ জন তৃণমূলে যোগদান

ক্যানিং৷রবিবার সকাল ১১ টায় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাসস্ট্যান্ডে তৃণমূলের এক রাজনৈতিক সভায় বিজেপি সিপিএম,আরএসপি থেকে প্রায় ৩০০ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে।বিজেপির সক্রিয় কর্মী পিন্টু সরদার,ভাস্বতী সরদার,মলিনা হালদার সহ আরও প্রায় ৫০ জন মাতলা-১ ও ২ অঞ্চল থেকে বিজেপির কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করে।এছাড়া তালদি, বাঁশড়া,গোপালপুর,দাঁড়িয়া, ইটখোলা সহ বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি,সিপিএম, আরএসপি থেকে প্রায় ২৫০ জন কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করে।
বিকাশ মজুমদার তৃণমূল নেতা

যোগদানকারীদের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর পরেশরাম দাস।ফলে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে বড়সড় ভাঙন ধরলো বিজেপির মধ্যে।২০২১ সালে বিধানসভা নির্বাচন।আর তার আগে বিরোধী দলের ভাঙনে বড় ধরনের অক্সিজেন পেল শাসক দল।

 বিপ্লব ভৌমিক বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন


জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর পরেশরাম দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্দশে অনুপ্রাণিত হয়ে এবং রাজ্যের উন্নয়নমূলক কাজ দেখে বিজেপি সিপিএম আরএসপি থেকে প্রায় ৩০০ কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করে।যোগদানকারীদের দলের সংগঠনের হয়ে কাজ করতে বলা হয়েছে।আগামী বিধানসভা নির্বাচনে এই জেলায় সব কটি আসনে তৃণমূলের প্রার্থীরা জয়ী হবে বলে আমি আশাবাদী।

. বাপী রায় বিজেপি নেতা

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তৃণমূলের তপন সাহা, সুশীল সরদার,মাতলা-২ প্রধান উত্তম দাস প্রমূখ।স্থানীয় বিজেপি নেতা বাপী রায় বলেন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ।কে কোন দল করবে সেটা তার মৌলিক অধিকার।তবে যারা তৃণমূলে যোগদান করছে তারা কেউ বিজেপির সঙ্গে যুক্ত নয়।তৃণমূল রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে।আগামী ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মানুষই এর যোগ্য জবাব দেবে।

Post a Comment

0 Comments