Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

পরিত্যক্ত বাড়ি থেকে কঙ্কালের হাড় উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

পরিত্যক্ত বাড়ি থেকে কঙ্কালের হাড় উদ্ধার,এলাকায় চাঞ্চল্য


নিজস্ব প্রতিনিধি |বারুইপুর |   পরিত্যক্ত একটি বাড়ি থেকে কঙ্কাল বেশকিছু হাড় উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।শুক্রবার ঘটনাটি ঘটেছে বারুইপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নর্থ কেবিন রোডে।নর্থ কেবিন রোডে একটি তিনতলা পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে মানুষের শরীরের কঙ্কালের বিভিন্ন হাড়ের টুকরো।
স্থানীয় সুত্রে জানাগেছে এদিন এলাকার ছেলে ছোকরারা রাস্তার উপর ক্রিকেট খেলায় মত্ত ছিল।খেলার সময় একটি ক্রিকেট বল পরিত্যক্ত বাড়ির মধ্যে ঢুকে যায়।খেলার সেই বল টি নিয়ে আসতে পরিত্যক্ত বাড়ির মধ্যে যায় ছেলের ছোকরার দল। তারা বাড়ির মধ্যে ঢুকে দেখতে পায় বাড়ির দরজা খোলা রয়েছে।জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

আলমারীও খোলা অবস্থায়। পড়ে রয়েছে কঙ্কালের হাড়গোড়।পরিত্যক্ত বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা ব্যাপক লুটপাট চালিয়েছে এই বাড়িতে। তারা মুহূর্তে বারুইপুর থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ।জানা যায় এই পরিত্যক্ত বাড়িতে অঙ্গন মোহন মন্ডল নামে এক ব্যক্তি বসবাস করতেন।তিনি ব্যাংকে কর্মরত ছিলেন। যদিও গত প্রায় বছর চারেক আগে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান তিনি।সেই থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।পরিত্যক্ত বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা ব্যাপক লুটপাট চালিয়েছে এই বাড়িতে, এমনই মনে করছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে পুলিশ প্রশাসন।তবে পরিত্যক্ত বাড়িতে কঙ্কালের হাড় উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে।তাঁদের প্রশ্ন পরিত্যক্ত বাড়িতে কঙ্কালের হাড় কেন?হাড় গুলি মানুষের?যদিও এমন প্রশ্নের উত্তর খুঁজে পেতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

Post a Comment

0 Comments