Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সুন্দরবনের ছেলে সৌমিত্র

 

সুন্দরবনের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সুন্দরবনের ছেলে সৌমিত্র মন্ডল


প্রশান্ত সরকার , বাসন্তী 

দীর্ঘদিন ধরে চলেছে লকডাউন। সুন্দরবনের স্বাভাবিক পরিস্থিতি আর আগের মতন নেই। এর মধ্যে মাথার ওপর দিয়ে চলে গেছে আমফানের মতন ঘূর্ণিঝড়।  লন্ডভন্ড হয়ে গেছে সাধারণ মানুষের স্বপ্ন। বেঁচে থাকার জন্য মাথার উপরের  ছাউনি, মাঠের ফসল। সব মিলিয়ে সুন্দরবন আছে থমকে গেছে। এমনকি যে সমস্ত পরিযায়ী পরিযায়ী গ্রামে ফিরেছিলেন  ছিলেন তারাও ধীরে ধীরে আবার গ্রাম ছাড়ছেন। কারণ গ্রামে মিলছে না কাজ।  এলাকায় কাজ না পেয়ে আবার পারি দিচ্ছেন ভীন রাজ্যে। এই অসময়, দুর্যোগের মধ্যে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সুন্দরবনের ছেলে সৌমিত্র মন্ডল। তার পরিচিত বিভিন্ন সূত্র ধরে বা পরিচিতদের  থেকে  সহযোগিতা নিয়ে সুন্দরবনের মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন। কখনো খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন অসহায় ক্ষুধার্ত বানভাসি মানুষের জন্য। কখনো অসহায় ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ব্যবস্থা করছেন। কখনো আবার অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুস্থ কামনা করছে। নানাভাবে সুন্দরবনের মানুষের কথা প্রতি নিয়ত ভেবে কাজ করে চলেছেন।

Post a Comment

0 Comments