Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সোমবার প্রচন্ড গতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘গতি

 সোমবার প্রচন্ড গতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘গতি



ব'ঙ্গো'পাসগরে ক্রমেই শক্তি সঞ্চয় করছে দুটি নিম্নচাপ। ৩০ সেপ্টেম্বর থেকে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে পশ্চিম-মধ্য ব'ঙ্গো'পসাগরে। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দ'প্ত র। সাধারণত অক্টোবর-নভেম্বরে ব'ঙ্গো'পসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের ঘনঘটা তৈরি হয়। যা ‘আশ্বিন-কার্তিকের তুফান’ হিসেবে বহুকাল ধরে পরিচিত। ২০ মে আমফান আঘা'ত এনেছিল পশ্চিমব'ঙ্গ ও বাংলাদেশে। তবে এখনো পর্যন্ত যা খবর তাতে বলা হয়েছে বাংলা নয় অন্ধ্রপ্রদেশে আঘা'ত করতে চলেছে এই ঘুর্ণিঝড়। ঘন্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। স'ঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশে প্রদেশে জারি করা 'হতে পারে লাল সতর্কতা। তবে এই ঘুর্ণিঝড় বাংলায় সেভাবে প্রভাব ফেলবে না বলেই জানা যাচ্ছে। পশ্চিমব'ঙ্গের কয়েকটি জে'লা তছনছ করে দিয়েছিল ঘূর্নিঝড় আমফান। ঝড়ের দাপটে থমকে গিয়েছিল তিলোত্তমা কলকাতা। বহু অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক 'হতে ৭২ ঘন্টার বেশি সময় লেগে যায়। শক্তিশালী রূপ নিয়ে এই ৫ টি রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গতি  সাগরে ঘূর্ণিঝ’ড়, রাজ্যে ভারী বৃষ্টিপাতের আশ’ঙ্কা ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়, আগামীকাল ক্ষতিগ্রস্ত হতে পারে এই রাজ্য। 

Post a Comment

0 Comments