Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

নিরাপত্তার বেড়াজাল টপকে ষ্টেশনে ট্রেনের কামরায় ৫ ফুট লম্বা সাপ,আতঙ্ক

 নিরাপত্তার বেড়াজাল টপকে ষ্টেশনে ট্রেনের কামরায় ৫ ফুট লম্বা সাপ,আতঙ্ক



 আম্ফান সাইক্লোন তান্ডব চালিয়েছিল সুন্দরবনের উপর। তারপর সমগ্র বিশ্বে তান্ডব চালিয়ে চলেছে মহামারী করোনা ভাইরাস।করোনা ভাইরাস কে নিয়ন্ত্রণ করতে গত ২৩ মার্চ থেকে শুরু হয়েছিল লকডাউন।বর্তমানে লকডাউন শিথিল হলেও বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। যদিও স্টাফ স্পেশাল ট্রেন চালু রয়েছে। বিগত ৮ অক্টোবর শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর ষ্টেশনে স্টাফ স্পেশাল ট্রেন থেকে অবৈধ যাত্রীদের কে নামাতে গিয়ে রেল পুলিশের সাথে জনতার খন্ড যুদ্ধ বেধে যায়। রেলপুলিশ কে লক্ষ্য করে পাথর ছুড়ে আক্রমণ করে আমজনতা। ঘটনায় বেশ কয়েকজন রেলপুলিশ গুরুতর জখম হয়।এমন ঘটনার পর রেল দফতর নড়েচড়ে বসে। প্রতিটি ষ্টেশনে বাড়ানো হয় নজরদারী। যাতে করে অবৈধ যাত্রীরা ষ্টেশন চত্বরে কিংবা স্টাফ স্পেশাল ট্রেনে চড়ে উঠতে না পারে।তেমন ভাবে নিরাপত্তার জোরদার বেড়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং,চম্পাহাটী,ঘুটিয়ারী,পিয়ালি সহ অন্যান্য ষ্টেশনে। নিরাপত্তার বেড়াজাল এতোটাই জোরদার যে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং সহ অন্যান্য ষ্টেশনে মাছি গলার উপায় নেই।

এতো সব নিরাপত্তার বেড়াজাল টপকে ট্রেনের কামরায় ঢুকে পড়ে প্রায় পাঁচ ফুট লম্বা বিশাল লাউডগা সাপ।সোমবার সকালে ক্যানিং ষ্টেশনের ১ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন কে স্টাফ স্পেশাল ভেবে বেশকিছু স্টাফ ট্রেনে চড়ে বসেন।স্টাফ স্পেশাল যাত্রীদের নজরে পড়ে ট্রেনের পাখার গায়ে দীর্ঘ প্রায় পাঁচ ফুট লম্বা একটি সাপ জড়িয়ে রয়েছে। সাপ দেখেই চিৎকার চেঁচামেচি করে দৌড়াদৌড়ি শুরু করেন স্টাফ স্পেশাল ট্রেনের বেশ কয়েকজন যাত্রী।আতঙ্কের পরিবেশ তৈরী হয় ক্যানিং ষ্টেশন চত্বরে।ঘটনার কথা জানতে পেরে দৌড়ে আসেন কর্তব্যরত আরপিএফ পুলিশ কর্মীরা। তাঁরা সাপটি কে না মেরে ষ্টেশন লাগোয়া একটি সংস্থাকে খবর দেয়।

সাপ নিয়ে সচেতনতা প্রচার করা সংস্থার সদস্য নিরাঞ্জন সরদার তড়িঘড়ি স্টেশনে গিয়ে সাপটি কে ধরে ফেলেন।আতঙ্কের যবনিকা ঘটে ক্যানিং ষ্টেশন চত্বরে। হাঁফ ছেড়ে বাঁচেন কর্তব্যরত আরপিএফ পুলিশ কর্মীরা।  

 যদিও রাগে বিষহীন বিশাল লাউডগা সাপটি নিরাঞ্জন সরদারের হাতে দু-দুবার কামড় বসিয়ে দেয়।

Post a Comment

0 Comments