Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনের ক্যানিং মহকুমা সর্বপ্রথম আনুষ্ঠানিক দুর্গাপূজোর শুভ সুচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

 সুন্দরবনের ক্যানিং মহকুমা  সর্বপ্রথম আনুষ্ঠানিক দুর্গাপূজোর শুভ সুচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী 



কাকলী পাল|বৃষ্পতিবার সন্ধ্যায় ক্যানিং ভার্চুয়ালের মাধ্যমে সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা অঞ্চলের ক্যানিং কলাকল্পের পরিচালনায় গান্ধীকলোনী গ্রামে ৪৩ তম বর্ষের সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি ক্যানিং মিঠাখালি ও গোসাবা সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।এদিন ক্যানিং কলা কল্পের ৪৩ তম বর্ষের পুজোর শুভ  সুচনার আনুষ্ঠানিক মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের  বিধায়ক শ্যামল মন্ডল, মহকুমা শাসক রবিপ্রকাশ মিনা,ক্যানিং থানার আইসি আতিবুর রহমান, ক্লাব সম্পাদক শম্ভু সাহা,পুজো কমিটির সম্পাদক বিশ্বনাথ সাহা সহ অন্যান্য বিশিষ্টরা।রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক সুচনা করায় ক্লাবকর্তা সহ স্থানীয় মানুষজন আবেগে ভেসে যান। 



পুজো কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা বলেন “রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের পুজোর আনুষ্ঠানিক সূচনা করায় আমরা গর্বিত।তিনি বলেন বর্তমানে করোনা ভাইরাস কে প্রতিহত করতে সরকারী বিধিনিষেধ মেনেই আমরা পুজোর প্যান্ডেল খোলামেলা করেছি বৃন্দাবনের নাট মন্দিরের আদলে। পাশাপাশি পুজোর মন্ডপে পর্যাপ্ত পরিমান মাস্ক, স্যানিটাইজার প্রস্তুত রাখা হয়েছে।১ হাজার অসহায় দরিদ্র মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে।



এদিন বিধায়ক শ্যামল মন্ডল অসহায় দরিদ্র জনকে বস্ত্র তুলে দিয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেলার বেশ কয়েকটি দুর্গো পুজোর শুভ সূচনা করেন ভার্চুয়ালের মাধ্যমে।সম্পূর্ণ স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনেই হচ্ছে।রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যানিং মিঠাখালি,গান্ধীকলোনী সহ বেশ কয়েকটি দুর্গোৎসবের শুভ সূচনা করেন।এদিন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল সুন্দরবনের আদিবাসী ও সাঁওতালি সম্প্রদায় মানুষের সুন্দরবনের কৃষ্টি সাংস্কৃতিক তুলে ধরলেন তাদের সঙ্গে নৃত্যের ছন্দে ছন্দে তালে তালে।

Post a Comment

0 Comments