Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

গ্রামে বাঘের হানা কাটছে না আতঙ্ক

 গ্রামে বাঘের হানা কাটছে না আতঙ্ক




দক্ষিণ 24 পরগনা জেলার মৈপীঠ বৈকন্ঠপুর 6 নম্বর গ্রামে সোমবার সন্ধ্যায় বাঘের আক্রমণে একটি গরু মারা যায়। এছাড়াও এলাকায় বাঘটি ঘোরাঘুরি করতে থাকে। এর ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনদপ্তরের পক্ষ থেকে জাল দিয়ে ব্যারিকেড বানিয়ে গ্রাম ঘিরে রাখার চেষ্টা করছেন।  কিন্তু জালের বেড়ার উপর ভরসা রাখতে পারছেনা গ্রামের মানুষ। 



যেকোনো মুহূর্তে গ্রামের মানুষের উপর বাঘ আক্রমন করতে পারে। বাঘের আক্রমনের ভয়ে এলাকায় স্বাভাবিক জীবন-যাপন বিঘ্নিত ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে বাঘ জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। 


Post a Comment

0 Comments