Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বাসন্তীতে দুর্গাপুজোয় প্রসাদ নয় বিতরণ হলো ত্রাণ

 বাসন্তীতে দুর্গাপুজোয় প্রসাদ নয়  বিতরণ হলো ত্রাণ 



নুরসেলিম লস্কর | বাসন্তী | প্রতিটি  দিনের শেষে করোনা সংক্রমনের সংখ্যা বেড়েই চলেছে । সাধারণ মানুষের  মধ্যে  আতঙ্ক ছড়িয়ে পড়ছে  ব্যাপকহারে । সব মিলিয়ে  কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটছে সুন্দরবনের মানুষের।এই অভিশপ্ত সময় থেকে বেরিয়ে আসতে দেশ জুড়ে শুরু হয়েছিলো লকডাউন। আর এই লকডাউনের ফল ও পেয়েছে দেশবাসী।  যার ফল স্বরূপ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। আর এই টানাপড়েনের মধ্যে চলছে বাঙালির শ্রেষ্ট উৎসব শারদ উৎসব। আর এই শারদ উৎসব কে নিয়ে কম সমালোচনাও হয়নি। তবে সব সমালোচনা কে দূরে সরিয়ে রেখে এই উৎসরের প্রাণ প্রতিষ্ঠা করতে রবিবার দেখা গেল প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীর চোরাডাকাতিয়া সার্ব্বজনীন দুর্গোউৎসব কমিটিকে। মহানবমীর দিন উদ্যোক্তারা তারা তাদের পুজো মণ্ডপ থেকে প্রায় একশো অসহায় মানুষের হাতে চাল, ডাল, সয়াবিন, তেল সহ নানা রেশন সামগ্রিক তুলে দিলেন।


 এই রেশন সামগ্রিকের ব্যাপারে জানতে চাইলে পুজো কমিটির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী বিভাষ ঘোষ জানান " আমি আপনাদের মাধ্যমে প্রথমে সমাজের সর্ব স্তরের মানুষের কাছে আবেদন করবো যে আপনারা মণ্ডপে না এসে বিভিন্ন নিউজ চ্যানেল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেবী দুর্গা প্রতিমা কে দর্শন করুন। এবং আজকের আমরা যে ত্রাণ সামগ্রিক তুলে দিলাম তা অন্য কিছু নয় আমরা প্রত্যেক বছর যে প্রসাদ বিতরণ করে থাকি এবার এই পরিস্থিতির কারণে তা আমরা করিনি, সেই টাকায় আমরা এই কাজ করলাম "।


 এ বিষয়ে পূজা কমিটির সম্পাদক গৌর মাইতি বলেন " এবারের পুুুজো করাটা সত্যি খুবই কঠিন ছিল আমাদের কাছে। তবে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে এমন ভাবে সাহায্য না করলে আমাদের পক্ষে এই পূজা সফল ভাবে করা সম্ভব হতো না। এবং আমাদের এই পূজা কমিটি কে বিশেষ ভাবে সাহায্য করেছে সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাব। আমরা আজকের যে রেশন সামগ্রিক তুলে দিলাম তা আমরা যেমন মায়ের প্রসাদ হিসাবে আজ এই মানুষ গুলির হাতে তুলে দিলাম তেমন তারাও প্রসাদ হিসাবে গ্রহণ করলো।

Post a Comment

0 Comments