Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনের প্রতিবন্ধীদের পাসে লেপ্রসি মিশন

 সুন্দরবনের প্রতিবন্ধীদের পাসে লেপ্রসি মিশন  প্রশান্ত সরকার | বাসন্তী | বৃহস্পতিবার বাসন্তী ব্লকের বিভিন্ন গ্রামের প্রায় ২৫০ জন প্রতিবন্ধী মানুষের জন্য সাহায্যে হাত বাড়িয়ে দিলেন প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হসপিটাল (মিশন)।আম্ফানের পর থেকে সুন্দরবনের মানুষের পাসে থেকে নানান ভাবে সহযোগীতা করে আসছেন। আদিবাসী দলিত সম্প্রদায়ের মানুষের জন্য চিকিৎসা, খাদ্য ও বাসস্থানের জন্য নিঃশব্দে কাজ করে চলেছেন। এদিন বাসন্তীর নতুনহাট গ্রামে বাসন্তী ব্লকের বিভিন্ন গ্রামের প্রতিবন্ধী মানুষদের নিয়ে একটি শিবির আয়োজন করেন লেপ্রসি মিশন। এই শিবির থেকে শারিরীক ভাবে অক্ষম মানুষদের চলাফেরার জন্য বিভিন্ন সরমজান বিতরণ করেন। এদিন উপস্থিত ছিলেন বিরিঞ্চি মাহাত ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, মার্ক মলয় আম্রোস প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হসপিটালের ম্যানেজার, বিজয় প্রতাপ সুপারেন্টেড প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হসপিটাল। ডঃ অজয় হালদার,  অসিম রায় সমাজসেবী , শিক্ষক ছট্টু সানা, এছাড়া উপস্থিত ছিলেন  এলাকার বিশিষ্ট সন্মানীয় ব্যাক্তিরা। আগামী দিনেও সুন্দরবনের মানুষের জন্য স্থানী পরিকল্পনা নিচ্ছেন লেপ্রসি মিশন কতৃপক্ষ। বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছেন ইতিমধ্যে। যেখানে পরিযায়ী শ্রমি, এলাকার বেকার যুবক যুবতীরা ও প্রতিবন্ধীরা অংশ গ্রহণ করেছেন।          
আগামীদিনে সুন্দরবনের মানুষ লেপ্রসি মিশন এর হাত ধরে নতুন ভাবনা ভাবছেন।   

Post a Comment

0 Comments