Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বিহার বিধানসভা নির্বাচনের ফল বের হতেই ক্যানিংয়ে বিজয় মিছিলে বিজেপির সমর্থনে সাধারণ মানুষের ঢল

 বিহার বিধানসভা নির্বাচনের ফল বের হতেই ক্যানিংয়ে বিজয় মিছিলে বিজেপির সমর্থনে  সাধারণ মানুষের ঢল


নিজস্ব প্রতিনিধি |  ক্যানিং|সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২১ এ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে রাজ্যের সব রাজনৈতিক দলগুলি নিজেদের দলীয় সংগঠন গুলি কে মজবুত ও শক্তিশালি করার জন্য আগে ভাগেই ঝাঁপিয়ে পড়েছে। যদি ও করোনা কালে সমস্ত রাজনৈতিক দলগুলির নজর ছিল বিহার বিধানসভা নির্বাচনের দিকে।মঙ্গলবার বিকালে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই সমস্ত রাজনৈতিক দল গুলি নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরী করতে শুরু করে দিয়েছে।এমনি পরিস্থিতিতে বিহার বিধানসভা নির্বাচনে মোট আসনের ১৩৩টি বিজেপির এনডিএ জোট একক ভাবে এগিয়ে।যার মধ্যে  ৭৭ টি বিজেপি এবং জেইউডি ৪৭ টি আসনে। অন্যান্য ৮।মঙ্গলবার  বিকালে বিহার নির্বাচনের ফলাফলে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম ও পূর্ব,বাসন্তী,গোসাবা সহ  বিভিন্ন বিধানসভা গুলির বিভিন্ন প্রান্তে বিজেপির  বিজয় মিছিলে সাধারণ মানুষের উল্লাসিত হয়ে নেমে পড়ে।

তাপস চ্যাটার্জি সভাপতি  ক্যানিং পশ্চিম ১ নম্বর মন্ডল কমিটির


 ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির এক নম্বর মন্ডলের উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।এদিনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলা সদস্য দিলীপ বৈদ্য,অসিত মন্ডল,জেলা সাধারণ সম্পাদক পবিত্র পাত্র,শুভজিৎ দাস,ক্যানিং ১ মন্ডল সভাপতি তাপস চ্যাটার্জী,সহসভাপতি জগদীশ মন্ডল সহ অন্যান্যরা। এদিন মিছিলে সাধারণ মানুষের সাথে কয়েক হাজার বিজেপি কর্মীসমর্থক উপস্থিত ছিলেন। এদিন মিছিল সমগ্র ক্যানিং শহর পরিক্রমা করে।ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির মন্ডল সভাপতি তাপস চ্যাটার্জি বলেন এখানকার যুব তৃণমূলের সভাপতি একটি ফেসবুক চ্যানেলে  বলে ছিল বিহারে বিজেপি হারবে।কিন্ত বিহারে বিজেপির এনডিএ জোট হেসেছ মানুষের আশীর্বাদে।আগামী ২০২১ এ বাংলায় ঠিক বিহারের ছায়া পড়বে বাংলার মানুষের আশীর্বাদে।আর এই দক্ষিণ ২৪ পরগনায় ৩১ টি আসনে ৩১ টিতে বিজেপি জয় লাভ করবে।

Post a Comment

0 Comments