Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বাম-কংগ্রেস জোটের ডাকা বনধ,ট্রেন অবরোধ,রাস্তায় যানবাহন রয়েছে সচল

 বাম-কংগ্রেস জোটের ডাকা বনধ,ট্রেন অবরোধ,রাস্তায় যানবাহন রয়েছে সচল



নিজস্ব প্রতিনিধি |ক্যানিং :  করোনা তান্ডবে জর্জরিত দেশ তথা সমগ্র বিশ্ব। সেই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষ জর্জরিত।বাম-কংগ্রেস জোট বিভিন্ন দাবীতে কেন্দ্রের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে। বৃহষ্পতিবার সকালে সেই ধর্মঘট পালন করতে মাঠে নেমে পড়েছেন জোটের কর্মী সমর্থকরা। বৃহষ্পতিবার সকালে সমস্ত কিছু ছিল সচল। শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের বেতবেড়িয়া ঘোলা ষ্টেশনে ট্রেনের ওভার হেডের তারে কলাপাতা দিয়ে দেয় বনধ সমর্থকেরা। আর এরই জেরে সকাল ৬ টা থেকে বন্ধ হয়ে যায় শিয়ালদহ ক্যানিং শাখার সমস্ত ট্রেন চলাচল। অন্যদিকে এদিন সকালে ক্যানিং হাসপাতাল মোড়ে বনধ সমর্থকেরা বনধ এর সমর্থনে ক্যানিং বারুইপুর রোড অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী।হটিয়ে দেয় বনধ সমর্থকদের।যদিও রাস্তায় সাধারণ যানবাহন সচল রয়েছে তবে শিয়ালদহ ক্যানিং শাখার ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

Post a Comment

0 Comments