জন্মদিন উপলক্ষে অনাথ বাচ্চা,বৃদ্ধ - বৃদ্ধা দের মিষ্টিমুখ ও শীতবস্ত্র বিতরণ
নুরসেলিম লস্কর | বাসন্তী : মানবিকতার নজির গড়লেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের যুবক শুভদীপ মন্ডল(বাবাই)। নিজের ২৫ তম জন্মদিন পালন করলেন প্রত্যন্ত সুন্দরবনের পিছিয়ে পড়া ব্লক বাসন্তীর মহেশপুর রাখালচন্দ্র সেবাশ্রম ও শিবগঞ্জ শান্তির নীড় বৃদ্ধাশ্রমে, এবং খুবই গোপনে। বিষয়টি জানাজানি হওয়ার পর সমাজের সব মহলে চাঞ্চল্য শুরু হয়েছে। সবাইকার বক্তব্য যেখানে সবাই যে যার জন্মদিন তাদের নিজের বাড়িতে সাড়ম্বরে পালন করেন, সেখানে শুভদীপ ও তার পরিবার সেই পথে না হেঁটে একদম সাদা মাটা ভাবে সেবাশ্রমের ৫০ জন শিশু ও বৃদ্ধাশ্রমের ২০জন বৃদ্ধবৃদ্ধাদের কে নিয়ে নিজের জন্মদিনে আনন্দে মেতেওঠেন। শুভদীপের বাবা মা ঠিক করেন ছেলের জন্মদিন এবছর একটু ভিন্ন ভাবে পালন করবেন, সেই মতো সেবাশ্রম ও বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করেন তারা। সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যান কর্তৃপক্ষ। সেই মতো রবিবার বিকালে সেবাশ্রমে বেলুন দিয়ে সাজিয়ে সাদামাটা এক অনুষ্ঠানের আয়োজন করা হয় তার পরিবারের পক্ষ থেকে। সেখানে শুধু মাত্র আমন্ত্রিত ছিল সেবাশ্রমের বাচ্চারা ও বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধারা।শুভদীপের পরিবার একদম ব্যাতিক্রমী পথে হেঁটে ছেলের জন্মদিনে এই সমস্ত শিশু ও বৃদ্ধ বৃদ্ধা দের হাতে উপহার তুলে দেন। শুধু তাই নয় এই শিশুদের নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ গান গেয়ে কেক কাটা হয়, সবাইকে কেক খাওয়ানোও হয়। সেই সঙ্গে তার পরিবারের পক্ষ থেকে এই সব শিশু দের জন্য একটি ছোট খাওয়া-দাওয়ার অনুষ্ঠানও করা হয়।মেনু তে ছিল মিষ্টি, মোয়া, লাড্ডু, চিপস লজেন্স সহ আরও অনেক কিছু। এবং ঐ বাচ্চাদের সঙ্গে শুভদীপের স্ত্রী ও পরিবারের লোকেরা খাওয়া-দাওয়া করেন। অনুষ্ঠান শেষে সবার হাতে শীত বস্ত্র তুলে দেন শুভদীপ।
এই ব্যাতিক্রমী অনুষ্ঠান সম্পর্কে সেবাশ্রমের কর্ণধার, শিক্ষা রত্ন আমল পন্ডিত বলেন " শুভদীপ ও তার পরিবারের এই মহানুভবতায় আমরা মুগ্ধ আমরা ভাবিনি কোনদিন এরকম হবে ”। শিশু বলছিলো আমরা কোনদিন এরকম আনন্দ করিনি, ভীষণ ভাল লাগছে। এ বিষয়ে শুভদীপের বাবা মা কোন মন্তব্য করতে চাননি তারা বললেন ভাল কাজ গোপনে করতে হয়।
0 Comments
Welcome