Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

আন্তর্জাতিক শিশু ও মহিলা অত্যাচার প্রতিরোধ দিবস পালন বাসন্তীতে

 আন্তর্জাতিক শিশু ও মহিলা অত্যাচার প্রতিরোধ দিবস পালন বাসন্তীতে



নুরসেলিম লস্কর | বাসন্তী : বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের  আমঝাড়া গ্রামে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় পালিত হল আন্তর্জাতিক শিশু ও মহিলা অত্যাচার প্রতিরোধ দিবস। এ দিন ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে আমঝাড়া সহ আসে পাশের গ্রামের মহিলা ও শিশু দের নিয়ে আমঝাড়া থেকে ভারতীর মোড় পর্যন্ত একটি সাইকেল র‍্যালির আয়োজন  করা হয়। এর পর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তালদা এফ.পি.স্কুলের মাঠে এলাকার মহিলা ও শিশুদের নিয়ে এক সচেতনতা মূলক অনুষ্ঠান করা হয়। এদিন বিভিন্ন সচেতনতা মূলক গান, নাচ, কুইজ সহ নানান প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। এছাড়াও এদিন  উপস্থিত সকলকে নারী পাচার, বাল্য বিবাহ, শিশুশ্রম,পন প্রথা, ভ্রূণ হত্যার মতো অপরাধ মূলক কাজের উপর বিভিন্ন বার্তা দিয়ে সচেতন করা হয় গ্রামবাসিদের। এ দিন ওয়ার্ল্ড ভিশনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ ভৌমিক, দেবু পাত্র, বাসন্তী থানার এস.আই তরুণ বাবু ও সমাজ সেবী ফারুক আহমেদ সরদার সহ এলাকার আরো বিশিষ্ট জনেরা।

Post a Comment

0 Comments