Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সাধারণ ধর্মঘট সমর্থনে বাম কংগ্রেসের জোটের মিছিল সমাবেশ জেলা জুড়ে

 সাধারণ ধর্মঘট সমর্থনে বাম কংগ্রেসের জোটের মিছিল সমাবেশ জেলা জুড়ে দক্ষিণ ২৪ পরগনা|নজরে একুশের নির্বাচন। বিধানসভার ভোটের আগে কোমর বেধে নামছে প্রতিটা রাজনৈতিক দল। প্রচারের ঝাঁজ বেড়েছে  সব দলেই।সোমবার বিকালে নিজের এলাকা দক্ষিণ ২৪ পরগনার  সুন্দরবনের রায়দিঘী বিধানসভা কেন্দ্রের মাটি শক্ত করতে পথে নেমেছেন সিপিএমের বর্ষীয়ান নেতা কান্তি গাঙ্গুলি।বাম আমলে কান্তী গাঙ্গুলী রাজ্যের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দফতর সামলেছেন মন্ত্রী পদে থেকে।তারপর ২০১১ সালে রাজ্যে পরিবর্তন আসে।তাসের ঘরের মতন ভেঙে পড়ে এই জেলার লাল দুর্গ।২০১১ সালে বিধানসভা নির্বাচনে রায়দিঘী কেন্দ্রে তৃণমূলের কাছে পরাজিত হন তৎকালীন মন্ত্রী কান্তী গাঙ্গুলী।এরপর ২০১৬ সালেও এই কেন্দ্রে থেকে সামান্য ভোটে পরাজিত হন সিপিএমের এই বর্ষীয়ান নেতা কান্তী গাঙ্গুলী।সামনে ২০২১ এ রাজ্যে বিধানসভা নির্বাচন।আর এই নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকে বামফ্রন্ট এবং কংগ্রেস জেলার প্রত্যন্ত এলাকায়  কখনো বিক্ষোভ কখনও  মিছিল করে এলাকার মানুষ দের নিয়ে সরব হয়েছেন বিভিন্ন সময়। এদিন পেট্রোল সহ অন্যান্য দ্রব্যের মুল্যবৃদ্ধির বিরুদ্ধে, বেসরকারি করণের বিরুধ্যে, কৃষক আইনের বিরুধ্যে আওয়াজ তুলে আগামী ২৬ শে নভেম্বর বৃহস্পতিবার বাম – কংগ্রেস শিবিরের ডাকে  সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে  প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রি কান্তি গাঙ্গুলির নেতৃত্বে খুটির বাজার থেকে কৃষ্ণনগর  হেটে পথসভা করলেন বাম-কংগ্রেস সমর্থকেরা। এই সভায় সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি সহ বিশিষ্ট স্থানীয় নেতৃত্ববর্গ। এদিন প্রায় দু’হাজার মানুষের সমাগম হয় এই সভায়। উক্ত সভায় শাসক দল ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তোপ দাগেন কান্তি গাঙ্গুলি সহ বাম এবং কংগ্রেসের স্থানিয় নেতারা।পাশাপাশি গত ২৪ নভেম্বর সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাসস্ট্যান্ডে সিপিএম বিধায়ক তথা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সাংবাদিকদের প্রশ্নে বলেন ধর্মঘট কেউ আটকাতে এলে বনধের সমর্থকরা পেলে লাঠি কেড়ে নিয়ে রুখে দেবে।পাশাপাশি তিনি শাসক দল ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন।

Post a Comment

0 Comments