Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

উত্তপ্ত বাসন্তীতে মানুষের পাশে,মানুষের সাথে বারুইপুর পুলিশ জেলার পুলিশ

 উত্তপ্ত বাসন্তীতে মানুষের পাশে,মানুষের সাথে বারুইপুর পুলিশ জেলার পুলিশ



নিজস্ব প্রতিনিধি |ক্যানিং|বিভিন্ন সময়ে রাজনৈতিক দ্বন্দে উত্তপ্ত বাসন্তী ব্লক। বর্তমানে বারুইপুর পুলিশ জেলার পুলিশ ও বাসন্তী থানার আইসি আব্দুর রব খানের উদ্যোগে সেই উত্তপ্ত বাসন্তী ব্লক বর্তমানে একেবারেই স্বান্ত্ব।এমন পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের সুখ দুঃখে সদা সর্বদা সজাগ হয়ে তাঁদের পাশে রয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ।সোমবার বিকালে বাসন্তী ব্লকের সর্বস্তরের মানুষে পাশে এবং মানুষের সাথে থাকার আহ্বান জানিয়ে বাসন্তী থানার গ্রাউন্ডে বাসন্তী থানার উদ্যোগে বারুইপুর পুলিশ জেলার পুলিশ এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেন ।এদিন অনুষ্ঠানে বাসন্তী ব্লকের সর্বস্তরের সর্বধর্মীয় মানুষের সমাগম হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন,বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু,ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক গোবিন্দ শিকদার,বাসন্তী থানার আইসি আব্দুর রব খান,বাসন্তীর বিধায়ক গোবিন্দ চন্দ্র নস্কর,বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামালউদ্দিন লস্কর,জেলাপরিষদ সদস্য শঙ্করী মন্ডল,বিশিষ্ট প্রাবন্ধিক প্রভুদান হালদার,প্রাক্তন শিক্ষক কান্তিলাল দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টরা।এদিন অনুষ্টান মঞ্চে এলাকার তিনজন কৃতি ছাত্র কে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ১২৫ জন দুঃস্থকে বস্ত্র,২০০ জন কে শীতের কম্বল,তিনজন প্রতিবন্ধী কে গাড়ি এবং প্রায় শতাধিক দুঃস্থ ছাত্রছাত্রীদের কে পড়াশোনার সামগ্রী দেওয়া হয়। 



অনুষ্ঠান শেষে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন “সাধারণ মানুষের পাশে সদাসর্বদা পুলিশ প্রশাসন রয়েছে। আগামী দিনেও এমন কর্মযঞ্জের মধ্যদিয়ে সাধারণ মানুষের সাথে এবং পাশে থাকবে। ”

Post a Comment

0 Comments