কাকদ্বীপে তৃণমূলের মহিলা কর্মী সম্মেলন
নিজস্ব প্রতিনিধি | কাকদ্বীপ|সোমবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের সুন্দরবন মহাবিদ্যালয়ের কলেজ ময়দানে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে এক মহিলা কর্মী সম্মেলনের আয়োজন হয়।এদিনের মহিলা কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল,কাকদ্বীপ কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা প্রমুখ।রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল ২০২১ এ নির্বাচনে বিরোধী দলগুলির কোন ইস্যু নেই।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণায় বাংলার একের পর এক উন্নয়নমূলক কাজ দেখে আজ বিরোধী দলগুলি দিশেহারা।বিভিন্ন রাজনৈতিক দল গুলি অপপ্রচার ও কুৎসা করছে।তাই এই অপপ্রচার ও কৎসার বিরুদ্ধে এক জোট হয়ে পথে নামতে হবে।বাংলার মানুষের আশীর্বাদে আবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস।তিনি মহিলা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা বুথে বুথে এবং বাড়ি গিয়ে রাজ্যের উন্নয়নমূলক বিভিন্ন কাজের প্রকল্প তুলে ধরুন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।কাকদ্বীপ কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য এক গুচ্ছ প্রকল্প চালু করেছে।আজ কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবারে।১০০ দিনের কাজে এই রাজ্য দেশের মধ্যে প্রথম।কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।বর্তমানে করোনা ভাইরাস মহামারী এবং লকডাউনে সাধারণ মানুষজন অসহায় হয়ে পড়ে।তাদের কথা চিন্তা করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিনামূল্যে রেশন ব্যবস্থা করছে।তিনি মানব দরদী মুখ্যমন্ত্রী।মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন সিপিএমের ভোট কমতে কমতে এখন সাত থেকে আট শতাংশ এসে দাঁড়িয়েছে।গত লোকসভা নির্বাচনে সিপিএমের ভোট গুলি কোন দিকে গেলো তা বুঝতে পারছে সকলেই।আসলে বাম রাম মিশে গিয়ে ছিল।৩৪ বছরে বিগত বাম সরকার কি কাজ করছে তা বাংলার মানুষের কাছে অজনা নয়।ফলে উন্নয়ন নিয়ে বামদের মুখে মানায় না।শুধু এ রাজ্যে নয়,দেশের মধ্যে এখন এই কমিউনিস্ট দলটি সাইন বোর্ডে পরিণত হয়েছে।ফলে আগামী ২০২১ এ নির্বাচনে বাংলার রাজনৈতিক সচেতন মানুষ এর যোগ্য জবাব দেবে।
0 Comments
Welcome