ঘুটিয়ারি শরিফ স্টেশনে শুভেন্দু অধিকারীর পোষ্টার
নিজস্ব প্রতিনিধি |ক্যানিং|শনিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাঁশড়া অঞ্চলের ঘুটিয়ারি শরিফ স্টেশন চত্বরে শুভেন্দু অধিকারীর পোষ্টার পড়লো তার অনুগামী বলে।ফলে চিন্তার ভাঁজ পড়লো শাসক দলের।গত শুক্রবার শুভেন্দু অধিকারী রাজ্যের ৩ টি গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব পদ থেকে পদত্যাগ করার পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়।দক্ষিণ ২৪ পরগনার ৩১ টি বিধানসভা আসন।যা রাজ্যের সরকার গঠনের বিশেষ ভূমিকা হয়ে ওঠে সংখ্যা গরিষ্ঠতার ক্ষেত্রে।রাজ্যের সব থেকে বেশি আসন সংখ্যা উত্তর ২৪ পরগনা জেলা।সেখানে ৩৩ টি আসন সংখ্যা আর দক্ষিণ ২৪ পরগনায় ৩১ টি আসন সংখ্যা।ফলে এই দুটি জেলা রাজ্যের সরকার গঠনে বিশেষ ভূমিকা পালন করে।আর দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব ও পশ্চিম,বাসন্তী,গোসাবা সহ বিভিন্ন বিধানসভা গুলিতে শুভেন্দু অধিকারীর অনুগামীরা পোষ্টার ও ফ্লেক্স টাঙিয়ে দাদা অনুগামী বলতে শুরু করেছে তাতে শাসক দলের চিন্তার ভাঁজ অনেকটা চওড়া হতে শুরু করেছে।এদিকে জেলা যুব তৃণমূলের সভাপতি তথা ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লার খাস তালুকে যেভাবে শুভেন্দু অধিকারী অনুগামীরা পোষ্টার ও ফ্লেক্স টাঙিয়ে দাদা অনুগামী বলতে শুরু করেছে। এদিকে এই পোষ্টারের খবর ছড়িয়ে পড়তে রেল পুলিশ পোষ্টার ও ফেক্স তুলে দেয়। তাতে ২০২১ এ বড়সড় পরিবর্তন ঘটতে পারে ভোট বাক্সে এমনি মত রাজনৈতিক মহলে।
0 Comments
Welcome