এবার সুন্দরবনের দুয়ারে ১০০ দিন
নিজস্ব প্রতিনিধি | ঝড়খালী | শুক্রবার - 'দুয়ারে দুয়ারে সরকারে'র পর চালু হল 'দোরে দোরে ১০০ দিন'। সুন্দরবনের বিভিন্ন দ্বীপ এলাকার গ্রামের প্রতিটি মানুষকে নিশ্চিত ভাবে কাজ পাইয়ে দিতে এবং স্থায়ী কর্মসংস্থানের উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। জলযানে করে বার্তা নিয়ে বিভিন্ন দ্বীপে গিয়ে মানুষকে 'এমজিএনআরইজিএ' বিষয়ে সরকারি ভাবে প্রচার চালানো হবে এবং মানুষ যাতে কাজ পায় সেই বিষয়টা দেখা হবে। সুন্দরবনের বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভের প্রচার এবং প্রসার বিষয়ে প্রচার চলাবে। এই ধরণের উদ্যোগ শুধু সুন্দরবনেই নয়, সম্ভবত রাজ্যেও প্রথম। এই 'মোবাইল ম্যানগ্রোভ বোট' চালুর উদ্যোগ নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এই ধরণের উদ্যোগ শুধু সুন্দরবনবনের নয়, রাজ্যেও সম্ভবত প্রথম।
শুক্রবার বাসন্তীর ঝড়খালিতে আনুষ্ঠানিক ভাবে প্রকল্পের সূচনা হয়েছে। উদ্বোধন করেছেন 'এমজিএন আরইজিএ' দপ্তরের জেলা আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪-পরগনা বন বিভাগের সহকারী বনাধিকারিক মৃণালকান্তি মন্ডল-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। এদিন মাতলা নদীতে আসমান জলযানে দাঁড়িয়ে তিনটি 'মোবাইল ম্যানগ্রোভ বোট' উদ্বোধন করা হয়েছে। বোট গুলি একশো দিনের কাজের বিষয়ে ছবি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। অনুষ্ঠানের পর সৌরভবাবু বলেন, 'এই বোট গুলি সুন্দরবনের বিভিন্ন দ্বীপে দ্বীপে ঘুরে বেড়াবে। ম্যানগ্রোভের সাফল্য এবং প্রয়োজনীয়তার বিষয়ে প্রচার চালাবে। স্থানীয় মানুষকে সচেতন করবে।'
0 Comments
Welcome