Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

প্রত্যন্ত সুন্দরবনে করোনা সচেতনায় অনুষ্ঠিত হল বিয়ে

 প্রত্যন্ত সুন্দরবনে করোনা সচেতনায় অনুষ্ঠিত হল বিয়ে



নিজস্ব প্রতিনিধি | গোসাবা |  করোনা তার দাপট চালিয়ে চলছে।সাধারণ মানুষ করোনা কে প্রতিহত করতে লড়াই চালিয়ে চলেছেন জোর কদমে।মাস্ক পরা বাধ্যতামুলক।সেই কঠিন মুহূর্তে দাঁড়িয়ে বেশকিছু মানুষজন শহরের বিভিন্ন রাস্তাঘাটে,বাসে ট্রেনে মাস্ক ছাড়াই চলাচল করছেন।অন্যদিকে করোনা ভাইরাস কে প্রতিহত করতে প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের পাঠানখালি গ্রামে দেখা গেল অত্যন্ত সচেতনতা।বৃহষ্পতিবার রাতে এলাকার একটি বিয়ে বাড়িতে অতিথী অভ্যাগতদের আনাগোনা চলছে।বিয়ে বাড়ির দরজার সামনে দুই যুবক ঠায় দাঁড়িয়ে রয়েছে । তাদের হাতে রয়েছে স্যানিটাইজার।বিয়ে বাড়িতে যে সমস্ত অতিথী অভ্যাগতরা আসছেন তাদের হাতে স্যানিটাইজার দিচ্ছেন। অন্যদিকে মাইকের আওয়াজে কান ঝালাপালা।মাইকে বেজে চলেছে ও টুনির মা তোমার টুনি কথা শোনে না।বিয়ের আসরে তখনও চার হাত একত্রিত হয়নি।রাত প্রায় নটা।বিয়ে বাড়ি বলে যে কথা। মাঝে মধ্যে সানাইয়ের সুর ও বেজে চলেছে।ক্যানিংয়ের শরৎপল্লী থেকে সবে মাতঋর রব ও এসেছে। ঘটনাস্থল প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের পাঠানখালি গ্রাম।প্রত্যেক অতিথী অভ্যাগত সহ বরযাত্রীদের মুখে মাস্ক।ইতিমধ্যে পুরোহিত মশাই রবীন্দ্রনাথ শনিবিগ্রহ বিয়ের আসরে কনে এবং বর কে ডেকে পাঠিয়েছেন।মুখে মাস্ক পরিহিত অবস্থায় বিয়ের আসরে হাজীর কনে শোভা মন্ডল ও বর চিরঞ্জীব দেবনাথ। বিয়ের মন্ত্র উচ্চারণের আগেই বর ও কনের মুখে মাস্ক দেখে বিয়ের আসর ছেড়ে উঠে যায় পুরোহিত মশাই। তিনি তৎক্ষণাৎ গ্রামের পার্শ্ববর্তী এলাকার একটি দোকান থেকে মাস্ক কিনে মুখে পরেই দ্রুততার সাথে বিয়ের কাজ শুরু করেন।করোনা নিয়ে প্রত্যন্ত সুন্দরবনের গ্রামের মানুষের এমন সচেতনতায় খুশি সকলেই।বর চিরঞ্জীব দেবনাথ জানিয়েছেন ‘যেখানে মহামারী চলছে,সেখানে তো আর উপেক্ষা করা যায় না। তাই সকলে যাতে মাস্ক পরে অনুষ্ঠান বাড়িতে আসেন তার জন্য বিয়ের আগেই অনুরোধ জানিয়ে ছিলাম।সকলে সেই অনুরোধে সামিল হওয়ায় ভালোই লাগছে। ”

Post a Comment

0 Comments