সুন্দরবনের মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এলেন লায়ন্স ক্লাব অব কোলকাতা ম্যাগনেটেস
প্রশান্ত সরকার | ঝড়খালী | শনিবার : আম্ফান ঘূর্ণিঝড় এবং করোনা ভাইরাসের তাণ্ডবে সুন্দরবনের মানুষের রুজি-রোজগার বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে সুন্দরবনের মানুষের পাশে এসে দাঁড়ালেন ' লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটেস। এদিন সুন্দরবনের প্রত্যন্ত ঝড়খালী কোষ্টাল থানার অন্তর্গত বাঁশিরাম গ্রামের একটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে ধূপকাঠি বানানোর মেশিন তুলে দেন লায়ন্স ক্লাব অফ কোলকাতা ম্যাগনেটেস ও নম্রতা ইন্টারপ্রাইজের সদস্যরা।
এদিন হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার ব্যবস্থা করছেন উদ্যোক্তারা। এবং এদিনেই ধূপকাঠি বানানোর মেশিন উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের প্রায় ৮০ জন গৃহবধূ উপস্থিত ছিলেন যারা আগামী দিনে আরো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এদিন উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ কোলকাতা ম্যাগনেট্রস এর পক্ষ থেকে আশীষ বসাক, বিমান বিহারি দত্ত, অসিমা দে, তরুন মন্ডল - নম্রতা এন্টারপ্রাইজ।
আরোও সুন্দরবনের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলেছেন । স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আগামী দিনে বিভিন্ন হাতের কাজ এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি ডালের বড়ি, আচার, খেজুর পাতার চাটাই তৈরির উপর জোর দিচ্ছেন। লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটেস সদস্যরা এভাবে এগিয়ে আশাতেই খুশি হয়েছেন সুন্দরবনের গৃহবধূরা, যারা আগামী দিনে নিজেরা স্বপ্ন দেখছেন স্বনির্ভর হওয়ার।
0 Comments
Welcome