ম্যানগ্রোভ অরণ্য কে রক্ষা করার জন্য সচেতনতা
বাসন্তী|সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর জেলা পুলিশের আবেদনে এবং বাসন্তী থানার উদ্যোগে ভরতগড় থেকে আনন্দবাদ সহ বিভিন্ন এলাকায় কয়েকশো সাধারণ মানুষজন, বিভিন্ন দফতরের আধিকারিক পথ পরিক্রমা করেন ম্যানগ্রোভ অরণ্য কে রক্ষা করার সচেতনায়। এমনকি স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা পা মেলায় এই পথ পরিক্রমায়।দিনের পর দিন সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-১ ও ২,দিঘীরপাড়, ইটখোলা,নিকাড়ীঘাটা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং বাসন্তী ব্লকের মজিদবাটী, ভরতগড় সহ বিভিন্ন অঞ্চলে ম্যানগ্রোভে ধ্বংস করে অবৈধ মাছের ভেড়ি এবং ক্যানিং মাতলা নদীর চর চুরি করে অবৈধ ঘরবাড়ি তৈরির সংখ্যা বেড়েই চলেছে অসাধু লোকজনের মর্দত্তে।ফলে দিনের পর দিন ধ্বংস হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য এবং হারিয়ে যাচ্ছে নদীর গতিপথ।হারাচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য।যার ফলে হাইকোর্টের দ্বারস্থ হয় এ বিষয়ে বাসন্তীর এক বাসিন্দা।এরপর হাইকোর্টের নির্দেশ একটি তদন্ত কমিটি বাসন্তীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।এমনকি হাইকোর্টের নির্দেশ নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন।ইতিমধ্যে বাসন্তী থানার আই সি আব্দুল রোব খানের নেতৃত্বে বেশ কিছু জেসিবি আটক করে অবৈধ ভাবে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি তৈরি করার জন্য।এমনকি রবিবার গ্রেফতার করে ৩ জনকে।পাশাপাশি ক্যানিং মাতলা নদীর চর মাতলা ব্রীজ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি জেসিবি আটক করে এবং এক জনকে গ্রেফতার করে অবৈধ ভাবে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি তৈরি করার জন্য।আর এই ম্যানগ্রোভ অরণ্য কে রক্ষা করার জন্য সাধারণ মানুষজনকে সচেতন করে তুলতে কোমড় বেঁধে নেমে পড়ল বারুইপুর জেলা পুলিশ সহ বিভিন্ন বিভাগীয় দফতর গুলি।পাশাপাশি বাসন্তী থানার উদ্যোগে আয়োজন হয় সম্প্রতি ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট।এদিন সচেতনতায় উঠে আসে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে সুনামীর মতো বিপদ ডেকে আনবেন না।যেহেতু সুন্দরবনের মানুষের জীবন জীবিকার উৎস ম্যানগ্রোভ অরণ্য কে বাঁচান এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করুন।এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষজন থেকে শুরু করে কচিকাঁচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।
0 Comments
Welcome