সুন্দরবনে মহিলা ফুটবল খেলোয়াড়দের পাশে মহিলা পুলিশ
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং থানার নিকাড়ীঘাটা অঞ্চলের কোরাকাটি স্কুল মাঠে ক্যানিং মহিলা থানার পরিচালনায় বাৎসরিক মহিলা ফুটবল টুনামেন্টের আয়োজন হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন মহিলা ফুটবলার তথা অর্জুন পুরস্কার প্রাপ্ত শান্তি আইজ মল্লিক,অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের স্বীকৃত প্রাপ্ত রেফারি অনামিকা সেন,ক্যানিং মহিলা থানার ওসি তনুশ্রী মন্ডল, এসডিপিও গোবিন্দ শিকদার,আইসি দুর্গাপ্রসাদ মজুমদার প্রমূখ।এদিন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে ৮০ জন মহিলা ফুটবলার অংশগ্রহণ করেন।
৮ টি দলের মধ্যে খেলা হয়।চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কৃত করা হয়।ভারতের প্রাক্তন মহিলা ফুটবলার তথা অর্জুন পুরস্কার প্রাপ্ত শান্তি আইজ মল্লিক বলেন সুন্দরবনের বহু প্রতিভা আছে মহিলাদের মধ্যে।আর সেই সব মহিলাদের পথ চলার পথ এগিয়ে নিয়ে যেতে সর্ব স্তরের মানুষজনকে।আমায় যদি এখানে কোচিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়ার জন্য ডাকা হয়,তাহলে আমি অবশ্য আসবো মহিলা ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য।সুন্দরবনের মহিলারা শুধু সুন্দরবন তথা রাজ্য নয়,দেশের ও মুখ উজ্জ্বল করবে আগামী দিনে।পাশাপাশি তিনি ক্যানিং মহিলা থানাকে সাধুবাদ জানায় এমন ধরনের উদ্যোগ নেওয়ার জন্য।
0 Comments
Welcome