Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সান্তার বেশের বিধায়ক ও আইসি তুলে দিলেন দুঃস্থ শিশুদের শীতের বস্ত্র

 সান্তার বেশের বিধায়ক ও আইসি তুলে দিলেন দুঃস্থ শিশুদের শীতের বস্ত্র  নিজস্ব প্রতিনিধি |  ক্যানিং|শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মাতলা-১ অঞ্চলের রাজকৃষ্ণ কলোনী গ্রামে বড়দিন উপলক্ষ্যে ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল এবং ক্যানিং থানার আই সি আতিবুর রহমান সান্তার বেশে ৫৬ জন দুঃস্থ শিশুর হাতে শীতের বস্ত্র,কেক তুলে দেন।পাশাপাশি এই শিশুদের মধ্যে একজন শিশু ফতেমা সেখের আজ জন্মদিন ছিল।তাই শিশু ফতেমা সেখের জন্ম কেক কেটে সান্তার বেশে তারা জন্ম দিন পালন করে।ফলে বড়দিনের উৎসবে মেতে ওঠেন কচিকাঁচারা।এছাড়া বৃহস্পতিবার রাতে ক্যানিং স্টেশন এলাকায় ১০ জন দুঃস্থ ফুটপাতবাসীর হাতে শীতের কোম্বল তুলে দেন আইসি আতিবুর রহমান।এছাড়াও ক্যানিং থানার মাঠে ক্যানিং থানার পরিচালনায়  আয়োজন হয় বার্ষিক ক্রীড়া।আয়োজন হয় ভলিবল টুর্নামেন্ট।৮ টি দল অংশগ্রহণ করেন।এদের মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কৃত করেন।ক্যানিং পশ্চিম কেন্দ্রর বিধায়ক শ্যামল মন্ডল বলেন বড়দিন উপলক্ষে সান্তার বেশে শিশুদের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে।পাশাপাশি শিশুদের শীতের বস্ত্র ও কেক তুলে দেওয়া হয়।এমনকি শিশুদের মধ্যে একজন শিশুর জন্ম দিন ছিল।সেই শিশু ফতেমা সেখের জন্ম দিন পালন করা হয় কেক কেটে।এদিন বড়দিন উপলক্ষে কচিকাঁচা থেকে শুরু করে সাধারণ মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

Post a Comment

0 Comments