Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

রাজ্যের মুখ্যমন্ত্রীর হাওয়াই চটি সুন্দরবনের ক্যানিংয়ের গন্ধটা জানে,মন্ত্রী চন্দ্রিমা ভাট্রাচার্য্য

 রাজ্যের মুখ্যমন্ত্রীর হাওয়াই চটি সুন্দরবনের ক্যানিংয়ের গন্ধটা জানে,মন্ত্রী চন্দ্রিমা ভাট্রাচার্য্য



নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের রায়বাঘিনী স্কুল মাঠে মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে এক সাংগঠনিক তৃণমূল কংগ্রেস সম্মেলনের আয়োজন হয়।এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের আইন ও স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্রাচার্য্য, জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল,রাজ্য সভার সাংসদ শুভাশীষ চক্রবর্তী, ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল,জেলা পরিষদের বিদ্যুৎ কমাধ্যক্ষ শৈবাল লাহিড়ী প্রমুখ।এদিনের সম্মেলনে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের আইন ও স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্রাচার্য্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি ক্যানিংয়ের গন্ধ জানে।বাইরে থেকে এসে তা দখল করা যাবে না।রাজ্যের মুখ্যমন্ত্রী তো একদিনেই হয়নি,হঠাৎই উঁকি ঝুঁকি দিয়ে এদিক ওদিক গলা বাড়িয়ে মুখ্যমন্ত্রী হয়নি।রাজ্যের মুখ্যমন্ত্রী একটা আন্দোলনের ফসল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ২৩ টি জেলা ৩৪১ টি ব্লক সমগ্র সাব ডিভিশন সম্পর্কে সম্যধান এবং ধারণা আছে।তার কারণ তিনি প্রত্যেকটি জায়গায় গেছেন।তার মাটির গন্ধটা তার চটির সঙ্গে লেগে থাকে সব সময়।সুতরাং ক্যানিংয়ের অবস্থা কি,ক্যানিংয়ে কি করলে ভালো হবে, সেটা সম্পর্কে সব সময় সচেষ্ট থেকেছেন।যেমন অন্যান্য জায়গা সম্পর্কে থেকেছেন।ফলে ক্যানিং সম্পর্কে তার যথেষ্ট ভাবে ঞ্জান আছে।যার ফলে বিভিন্ন বিষয়ে উন্নয়ন গুলি হচ্ছে।পাশাপাশি তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পশ্চিমবঙ্গ আফগানিস্তানে পরিণত হয়েছে মন্তব্যের প্রসঙ্গে বলেন উনি ওই সব গরম গরম কথা বলে উনি একটু বাজারে থাকতে চায়।আফগানিস্তানে কি হয়েছে হয়েছে চায়ে পে চর্চা। তিনি আর ও বলেন ভূমিপুত্র বেইমানি করতে পারে। মা কোনদিন বেইমানি করতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী  অমিত শাহ কে কটাক্ষ ও করেন। তিনি বলেন কলকাতায় যদি পাগড়ী বেঁধে আসেন তাহলে স্বামী বিবেকানন্দ হওয়া যায়না। সাজগোজ করে কবি,  ঋষি দের মতো মনের মতন হওয়া যায়না।এদিনের সম্মেলনে মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতন।

Post a Comment

0 Comments