Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

আগুনে পুড়ে গুরুতর জখম গৃহবধু

 আগুনে পুড়ে গুরুতর জখম গৃহবধু 



 নিজস্ব প্রতিনিধি | ক্যানিং | আগুনে পুড়ে গুরুতর জখম হলেন এক গৃহবধু।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত মঠেরদিঘি গ্রামে।গুরুতর জখম অবস্থায় আরমীনা গাজী নামে এই গূৃহবধু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সুত্রে জানা জীবনতলা থানার মঠেরদিঘি গ্রামের বাসিন্দা সাহরুক গাজী। পেশায় তিনি একজন দর্জি। কাজের সুত্রে বাইরে থাকেন।তাঁর স্ত্রী আরমীনা দুই সন্তান কে নিয়ে মঠেরদিঘি গ্রামে বাস করেন। অন্যান্য দিনের মতো বুধবার সন্ধ্যায় দুই ছেলে কে টিউশন পড়তে পাঠিয়েছিলেন পাশের পাড়ার এক গৃহ শিক্ষকের কাছে। রাতে ঘুমানোর জন্য ছেলেদের বিছানায় মুশারী টাঙাচ্ছিলেন আরমীনা। পাশে জ্বলছিল কেরোসিন তেলের ল্যাম্প।আচমকা ল্যাম্পের আগুন লেগে মুসারী পুড়তে থাকে। সেই মুহূর্তে মুসারীর আগুনে জড়িয়ে পড়েন এই গৃহবধু। বাড়িতে কেউ না থাকায় কি করবেন ভেবে উঠতে পারছিলেন না। ততক্ষণে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে ঘরের মধ্যে।ঘরে থাকা একের পর এক জিনিসপত্র পুড়তে থাকে।এরপর আগুনে পুড়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার চেঁচামেচি শুরু করেন এই গৃহবধু। রাতের অন্ধকারে আচমকা চিৎকার শুনে দৌড়ে আসেন প্রতিবেশী মমতাজ সহ অন্যান্যরা। তারাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন আয়ত্বে এলে গৃহবধুকে তড়িঘড়ি উদ্ধার করে রাতেই স্থানীয় মঠেরদিঘি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে এই গৃহবধুর অবস্থা সঙ্কটজনক হলে চিকিৎসকরা তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন।বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালের বার্ণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এই গৃহবধু।

Post a Comment

0 Comments