তালদিতে বঙ্গ ধ্বনি যাত্রায় তৃণমূল কর্মী সমর্থকদের ঢল
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|বুধবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তালদি অঞ্চলে ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল,ক্যানিং-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈবাল লাহিড়ী,তালদি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক হালদারের নেতৃত্বে বঙ্গ ধ্বনি যাত্রায় হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক মিছিলে সামিল হয়।এদিন তালদি বাজার থেকে রাজাপুর,বটতলা,মেন বাসস্ট্যান্ড,বয়ার সিং সহ বিভিন্ন এলাকায় প্রায় ৪ কিলোমিটার পথ বঙ্গ ধ্বনি যাত্রা হয়।এদিনের বঙ্গ ধ্বনি যাত্রায় সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে উন্নয়নের ১০ বছর তৃণমূলের রিপোর্ট কার্ড তুলে দেয় ক্যানিং পশ্চিম কেন্দ্রর বিধায়ক শ্যামল মন্ডল।পাশাপাশি বিধায়ক শ্যামল মন্ডল রাজ্যের বিভিন্ন প্রকল্প গুলি তুলে ধরেন।এমনকি সাধারণ মানুষের অভিযোগ ও মন দিয়ে শোনেন।ক্যানিং পশ্চিম কেন্দ্রর বিধায়ক শ্যামল মন্ডল বলেন বঙ্গ ধ্বনি যাত্রা প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত হয়।হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক বঙ্গ ধ্বনি যাত্রায় সামিল হয়।রাজ্য সরকারের ১০ বছরের রিপোর্টে কার্ড সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়।তিনি আরও বলেন বিজেপি কুৎসা করছে।আর এই কুৎসার জবাব ২০২১ এ বাংলার রাজনৈতিক সচেতন মানুষ যোগ্য জবাব দেবে।আগামী ২০২১ এ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২০০ আসনের উপর আসন পেয়ে আবার তৃতীয় বার মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিনের বঙ্গ ধ্বনি যাত্রায় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতন।
0 Comments
Welcome