Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সন্দেশখালি থানার কোড়াকাটিতে বালি বোয়ালিয়া নদী থেকে ধরা পড়ল একটি বিশাল আকারের ডলফিন

 সন্দেশখালি থানার কোড়াকাটিতে বালি বোয়ালিয়া নদী থেকে ধরা পড়ল একটি বিশাল আকারের ডলফিন

  


সন্দেশখালি, ১৩ ডিসেম্বর : প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সন্দেশখালি থানার অন্তর্গত কোড়াকাটি- দুর্গামন্ডপ মিলন বাজারে সংলগ্ন বালি বোয়ালিয়া নদী থেকে আজ রবিবার বেলা দুটো নাগাদ একটি বিশাল আকারের ডলফিন ধরা পড়ে। নদীতে জোয়ারের সময় ডলফিনটি আসে কিন্তু ভাটার সময় নদীর জল কমে যাওয়ায় ডলফিনটি অল্প জলে আটকে যায়। স্থানীয় মানুষজন শম্ভুনাথ মণ্ডল (ভোলা) - এর নেতৃত্বে  ডলফিনটিকে নদী থেকে ধরে এনে কোড়াকাটি- দুর্গামন্ডপ মিলন বাজার সংলগ্ন একটি পুকুরে রেখে দিয়েছে। 



ডলফিনটির ওজন আনুমানিক এক কুইন্টাল হবে। ইতিমধ্যে বিষয়টি বনদপ্তর -এর বসিরহাট রেঞ্জকে জানানো হয়েছে। আগামীকাল তারা ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে যাবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ডলফিনটি দেখতে এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন।

Post a Comment

0 Comments