Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং থানার উদ্যোগে ভলিবল টুর্ণামেন্ট

 ক্যানিং থানার উদ্যোগে ভলিবল টুর্ণামেন্ট



নিজস্ব প্রতিনিধি  ,ক্যানিং - ২৫ ডিসেম্বর বড় দিন। সেই বড় দিন কে সামনে রেখে এক ভলিবল টুর্ণামেন্টের আয়োজন করলো বারুইপুর পুলিশ জেলার অধিনস্থ ক্যানিং থানা।থানার গ্রাউন্ডে আয়োজিত একদিনের এই শীতকালীন ভলিবল টুর্ণামেন্টে ক্যানিং থানার বিভিন্ন এলাকার ৮ টি দল অংশ গ্রহণ করেন।শুক্রবার সকালে ভলিবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন ক্যানিংয়ের মহকুমা পুলিশ আধিকারীক গোবিন্দ শিকদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইপিএস অজয় গণপতি,ক্যানিং থানার আইসি আতিবুর রহমান সহ অন্যান্যরা।এদিন উদ্ধোধনী ম্যাচে অনুষ্ঠিত হয় ক্যানিং থানা ও ট্যাংরাখালি নেতাজী সংঘের মধ্যে। ক্যানিং থানা কে ২৮-২৯ পয়েন্টে পরাজিত করে জয়লাভ করে ট্যাংরাখালি নেতাজী সংঘ।শীতকালীন এই ভলিবল টুর্ণামেন্ট গিরে এলাকার সাধারণ ক্রীড়াপ্রেমী মানুষের উৎসাহ ছিল নজরকাড়া।

Post a Comment

0 Comments