Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

উদ্বোধন হয়ে গেল "সুন্দরবন কৃষ্টি মেলা'র "

 উদ্বোধন হয়ে গেল "সুন্দরবন কৃষ্টি মেলা'র "




বাসন্তী | নুরসেলি : রবিবাসরীয় কুয়াশা ভেজা সন্ধ্যায় উদ্বোধন হয়ে গেল সুন্দরবনবাসীর প্রাণের উৎসব 'সুন্দরবন কৃষ্টি মেলা ও লোক সংস্কৃতি উৎসবের'। কিন্তূ একটু অন্য ভাবে করোনা সমগ্র পৃথিবীকে আজ থমকে দিয়েছে আর এই
থমকে যাওয়া পৃথিবীর মধ্যে সমস্ত কিছুর সাথে থমকে যেতে হয়েছে সুন্দরবন বাসীর দাবির উৎসব কে। তাই প্রত্যেক বছরের মতো এবছর নেই শীতের সন্ধ্যায় নাগরদোলা চড়া কিংবা গান শুনতে শুনতে বেলুন কিনে ঘরে ফেরার চিরাচরিত ছবি বা উদ্বোধন মঞ্চ থেকে উঠলো না সুন্দরবন বাসীর কোন দাবির কথা।
এবছর সুন্দরবন কৃষ্টি মেলা কমিটি ঠিক করেন যে তারা মেলা আয়োজন করবেন না। কারণ, আগে সবাই কে বাঁচতে হবে তার পর উৎসব, দাবি-দবা। তাই মেলা কমিটির চেয়ারম্যান তথা সমাজ কর্মী লোকমান মোল্লা সাহেব মেলা কমিটির প্রত্যেক সদস্য, সদস্যা দের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন যে মেলা হচ্ছে না। তবে সুন্দরবন বাসীর হৃদয়ের উৎসবের উদ্বোধন হবে। সেই মতো এদিন সন্ধ্যায় এলাকার পুরোহিত, ইমাম সাহেব ও পাদ্রী সাহেবের হাত দিয়ে মেলার পতাকা উত্তোলন করে সুন্দরবন কৃষ্টি মেলার শুভ উদ্বোধন হয় সেই সঙ্গে এই মেলা যেহেতু এবছর ২৫তম বর্ষে পদার্পন করলো তাই ২৫টি ফানুস উড়ানো হয়। এদিন এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির চেয়ারম্যান লোকমান মোল্লা, সম্পাদক হাজি মতিয়ার রহমান সরদার সহ মেলা কমিটির সমস্ত সদস্য, সদস্যারা।
  আর মেলা না করেও যে মেলা উদ্বোধন করা হলো এবং তা সম্প্রীতির বার্তার মধ্যে দিয়ে, সে বিষয়ে জানতে চাইলে মেলা কমিটির চেয়ারম্যান লোকমান মোল্লা বলেন "সত্যি যদি করোনা নামক মারণ ভাইরাস সমগ্র পৃথিবীতে থাবা না বসতো তবে এই উদ্বোধন হয়তো অন্য ভাবে হতো তবে আমরা মনে করি আগে বাঁচতে হবে তার পর উৎসব, তার পর দাবি আদায় তাই আমরা এবছর মেলা বন্ধ রেখেছি। হয়তো এবছর সুন্দরবন বাসীর কোন দাবি অতিথি দের সামনে তুলে ধরা গেল না বা পূরণ না হওয়া দাবি গুলির কথা তাঁদের কে আবারও মনে করিয়ে দেওয়া গেল না, তবে আমরা চেষ্টা করবো আগামী বছরে আমরা তথা সমগ্র বিশ্ব এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে এবং এই অপূর্ণ কাজ ও দাবি গুলি পূর্ণ করার সুযোগপাবো। তাই আজ থেকে আমরা আগামী বছরের জন্য প্রস্তুতি শুরু করে দেবো "।

Post a Comment

0 Comments